বিশ্বের ক্ষুদ্রতম মনো লেজার প্রিন্টার বাজারে

প্রকাশ: ০৪:২৭ মিঃ, অক্টোবর ১৪, ২০১৮
Card image cap
ছবি:

বিশ্বের ক্ষুদ্রতম মনো লেজার প্রিন্টার বাজারে

টেকওয়ার্ল্ড প্রতিনিধি

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ বাজারে নিয়ে এসেছে এইচপি লেজারজেট প্রো এম১৫এ মডেলের নতুন মনো লেজার প্রিন্টার। ১৮ পিপিএম স্পীড সম্পন্ন এই লেজার প্রিন্টারটিতে রয়েছে ৫০০ মেগাহার্জ প্রসেসর, হাই স্পীড ২.০ ইউএসবি পোর্ট। প্রিন্টারটির ডিপিআই ৬০০*৬০০*১ এবং ৮ মেগাবাইট মেমোরি। প্রিন্টারটিতে সিএফ২৪৮এ এবং ৪৮এ মডেলের টোনার ব্যবহার করা যায়। উল্লেখ্য, প্রিন্টারটি বর্তমানে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র আকৃতির মনো লেজার প্রিন্টার। ১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ মূল্য ৮৫০০ টাকা। বিস্তারিতঃ ০১৭৩০৩১৭৭০৯। 

সংবাদটি পঠিত হয়েছে: ৪৭৩৮ বার