বিশ্বের ক্ষুদ্রতম মনো লেজার প্রিন্টার বাজারে
প্রকাশ: ০৪:২৭ মিঃ, অক্টোবর ১৪, ২০১৮
বিশ্বের ক্ষুদ্রতম মনো লেজার প্রিন্টার বাজারে
স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ বাজারে নিয়ে এসেছে এইচপি লেজারজেট প্রো এম১৫এ মডেলের নতুন মনো লেজার প্রিন্টার। ১৮ পিপিএম স্পীড সম্পন্ন এই লেজার প্রিন্টারটিতে রয়েছে ৫০০ মেগাহার্জ প্রসেসর, হাই স্পীড ২.০ ইউএসবি পোর্ট। প্রিন্টারটির ডিপিআই ৬০০*৬০০*১ এবং ৮ মেগাবাইট মেমোরি। প্রিন্টারটিতে সিএফ২৪৮এ এবং ৪৮এ মডেলের টোনার ব্যবহার করা যায়। উল্লেখ্য, প্রিন্টারটি বর্তমানে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র আকৃতির মনো লেজার প্রিন্টার। ১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ মূল্য ৮৫০০ টাকা। বিস্তারিতঃ ০১৭৩০৩১৭৭০৯।
সংবাদটি পঠিত হয়েছে: ৪৭৩৮ বার
সম্পর্কিত পোস্ট
মুখোমুখি

ব্রডব্যান্ড ইন্টারনেট ইকুইপমেন্টে ভ্যাট, ট্যাক্সের করবোঝা নামাতে হবে
সময়ের পালা-বদলে বাংলাদেশ এখন ডিজিটাল যুগ পেরিয়ে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের পর স্বল্পোন্নত আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হবে বাংলাদেশ। বাংলাদেশের এ অগ্রযাত্রায় সরকারের পাশাপাশি বেসরকারি তথ্যপ্রযুক্তি খাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।