স্টার্টআপ ও উদ্ভাবকের খোঁজে ক্যাম্পেইন

প্রকাশ: ০৮:০৪ মিঃ, ফেব্রুয়ারি ৭, ২০২৩
Card image cap
ছবি:

উদ্যোক্তাদের জন্যে স্টার্টআপ কম্পাস ক্যাম্পেইনের মাধ্যমে আইডিয়া প্রকল্পের বিভিন্ন সুযোগ-সুবিধাসমূহ সকলকে অবহিত করার লক্ষ্যে আইডিয়া প্রকল্প কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে স্টার্টআপ বা উদ্ভাবকগণ আইডিয়া প্রকল্পে ১০ লাখ টাকা অনুদানের জন্যে আবেদন করার সুযোগ পাচ্ছেন।

টেকওয়ার্ল্ড প্রতিনিধি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্পের বিভিন্ন সুযোগ-সুবিধাসমূহ সকলকে জানাতে দেশের বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘‘স্টার্টআপ ও উদ্ভাবকের খোঁজে’’ ক্যাম্পেইন পরিচালনা করছে।

সোমবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এই স্টার্টআপ কম্পাসের ক্যাম্পেইন ও কর্মশালা।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক স্বদেশ চন্দ্র সামন্ত। এসময় তিনি তরুণদের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার জন্যে অনুপ্রাণিত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মো. আলতাফ হোসেন। তিনি বলেন, ‌‌‌‌‘‘উদ্যোক্তাদের জন্যে স্টার্টআপ কম্পাস ক্যাম্পেইনের মাধ্যমে আইডিয়া প্রকল্পের বিভিন্ন সুযোগ-সুবিধাসমূহ সকলকে অবহিত করার লক্ষ্যে আইডিয়া প্রকল্প কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে স্টার্টআপ বা উদ্ভাবকগণ আইডিয়া প্রকল্পে ১০ লাখ টাকা অনুদানের জন্যে আবেদন করার সুযোগ পাচ্ছেন।’’

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আইডিয়া প্রকল্পের উপ প্রকল্প পরিচালক ও উপসচিব ড. মিজানুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্পের আয়োজনে অনুষ্ঠানে শতাধিক তরুণ উদ্ভাবক ও স্টার্টআপসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন এবং স্টার্টআপ কম্পাস-এর মেন্টরিং সেশনে অংশ গ্রহণ করেন। 

এই আয়োজনের মধ্যে দিয়ে আইডিয়া প্রকল্প কর্তৃক বরিশাল বিভাগে এই প্রথমবার স্টার্টআপ কম্পাস-এর ক্যাম্পেইন অনুষ্ঠিত হলো। এর আগে ৫ ফেব্রুয়ারি রবিবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্টার্টআপ কম্পাসের অন্য আরেকটি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

সংবাদটি পঠিত হয়েছে: ৯৯ বার