চলছে প্রতিযোগিতা, চ্যাটজিপিটি বনাম গুগল বার্ড

প্রকাশ: ১০:২০ মিঃ, ফেব্রুয়ারি ৯, ২০২৩
Card image cap
ছবি: টেকওয়ার্ল্ড

আপত দৃষ্টিতে বার্ড এবং চ্যাটজিটিপির সার্ভিসগুলো প্রায় একই ধরনের বলেই মনে হচ্ছে। তবে দুটির মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো বার্ড সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে প্রতিক্রিয়া দিতে পারে। কিন্তু চ্যাটজিটিপিতে শুধু ২০২১ সাল পর্যন্ত ডেটা এক্সেস রয়েছে। এদিক দিয়ে এগিয়ে আছে বার্ড।

টেকওয়ার্ল্ড প্রতিনিধি

তথ্যপ্রযুক্তির বিশ্বে কে কত অত্যাধুনিক প্রযুক্তি উদ্ভাবন করে বেশি মাঠ দখল করতে পারে এ যেনো এক অঘোষিত প্রতিযোগিায় পরিণত হয়েছে। মঙ্গলবার  মাইক্রোসফট সমর্থিত ওপেনএআই-এর আলোচিত চ্যাটবট সার্ভিস  চ্যাটজিটিপি যুক্ত করা হয়েছে টেক জায়ান্টটির সার্চ ইঞ্জিন বিংয়ে। 

তবে তার আগেই চ্যাটজিপিটি মোকাবেলায় নতুন বটের ঘোষণা দিয়েছে সার্চ জায়ান্ট গুগল। গুগলের পেরেন্ট প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকরপোরেশনের সিইও সুন্দর পিচাই সোমবার এই ঘোষণা দেন।  ল্যাম্বডা’র উত্তরাধুনিক এই বটের নাম দেয়া হয়েছে বার্ড। 

আপত দৃষ্টিতে বার্ড এবং চ্যাটজিটিপির সার্ভিসগুলো প্রায় একই ধরনের বলেই মনে হচ্ছে। তবে দুটির মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো বার্ড সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে প্রতিক্রিয়া দিতে পারে। কিন্তু চ্যাটজিটিপিতে শুধু ২০২১ সাল পর্যন্ত ডেটা এক্সেস রয়েছে। এদিক দিয়ে এগিয়ে আছে বার্ড।

বার্ড ল্যাম্বডা বা সংলাপ অ্যাপ্লিকেশনগুলোর জন্য ভাষা মডেলের সংক্ষিপ্ত রূপ এলএএমডিএর ওপর ভিত্তি করে তৈরি। গত বছর এই কৃত্রিম বুদ্ধিমত্তা এমন দক্ষতার সঙ্গে টেক্সট তৈরি করেছিল যার ফলে একে কোম্পানির একজন প্রকৌশলী এটিকে সংবেদনশীল বলে অভিহিত করেছিলেন। 

তখন প্রযুক্তি জায়ান্ট এবং বিজ্ঞানীরা ব্যাপকভাবে প্রত্যাখ্যান করে। তবে মাইক্রোসফ্টের সঙ্গে প্রতিযোগিতার জন্য গুগল এখন এআই-চালিত সার্চ ইঞ্জিনের নিজস্ব সংস্করণ নিয়ে কাজ করছে। বাজারে তার প্রযুক্তিগত আধিপত্য বজায় রাখতেই এই কাজ করছে কোম্পানি। কিছু টেক সাইটের রিপোর্ট বলছে, গুগল আই/ও ২০২৩-এর সময় প্রায় ২১ টি নতুন এআই-ভিত্তিক পণ্য নিয়ে আসবে। যা চলতি বছরের মে মাসে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

তাই ডেটা ও ভাষায় এগিয়ে থাকলেও বার্ড এবং চ্যাটজিপিটি’র মধ্যে যেই বটটি বেশি দ্রুত এবং মানুষের মতো উত্তর দিতে সক্ষম হবে সেটিই ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা বেশি পাবে। 

গুগল প্রধান সুন্দর পিচাই চ্যাটজিপিটির মার্কেট ধরতে চান। এক ব্লগপোস্টে তিনি ঘোষণা করেন, বার্ড নামে একটি কনভারসেশনাল এআই সার্ভিস আনতে চলেছে গুগল। আপাতত পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। পরীক্ষায় সফল হলে আগামী কয়েক সপ্তাহের মাথায় আনুষ্ঠানিকভাবে চালু হবে গুগলের এই সার্ভিস। 

এর আগে সুন্দর পিচাই জানিয়েছিলেন, ল্যাঙ্গুয়েজ মডেল ফর ডায়ালগ অ্যাপ্লিকেশন (এলএমডিএ) নামে নিজস্ব একটি ল্যাঙ্গুয়েজ মডেল তৈরি করছে গুগল। বছর ওই ল্যাঙ্গুয়েজ মডেলকে ভিত্তি করেই কাজ করবে বার্ড নামর নতুন ওই চ্যাটবট সার্ভিসটি। 

পিচাই আরও জানান, শক্তি, বুদ্ধিমত্তা এবং সৃজনশীলতার একটি মিশেল হয়ে উঠতে চলেছে বার্ড।

ব্যবহারকারীদের দেওয়া উত্তরের ভিত্তিতে একটি নলেজ বেস তৈরি করবে বার্ড। তার সঙ্গে সঙ্গেই ওয়েবে যেসব তথ্য় পাওয়া যায়, সেসব কিছুকে একত্রিত করে ইউজারকে একটি ইউনিক পরিষেবা দেওয়ার চেষ্টা করবে এই চ্যাটবট সার্ভিসটি। আপাতত টেস্টারদের জন্য এলএএমডিএ-এর একটি লাইটওয়েট মডেল বের করেছে গুগল। সেখান থেকে ফিডব্যাক সংগ্রহ করেই ভবিষ্যতে অ্যাপ্লিকেশন বানানোর দিকে মন দেবে তারা। 

সম্প্রতি বিশ্বের কৃত্তিম বুদ্ধিমত্তার জগতে দুরন্ত গতিতে এগিয়েছে চ্যাটজিপিটি। এলন মাস্কের কোম্পানি ওপেন এআই-এর চ্যাটবট সামনে আনতেই চিন্তায় পড়ে যায় গুগল। মাত্র কয়েকদিনেই ১০ লাখের বেশি গ্রাহক হয়ে যায় এই চ্যাটবটেই। মূলত, গ্রাহকের প্রশ্নের সঙ্গে সঙ্গে উত্তর দিতে সক্ষম এই প্রযুক্তি। যা গুগলের সার্চ ইঞ্জিনে সম্ভব নয়।

একবার কিছু প্রশ্ন করতেই আপনাকে সেই সম্পর্কে কিছু লিঙ্ক দেয় গুগল। সেখান থেকে নিজে পড়ে কোনও বিষয় সম্পর্কে ধারণা করতে হয় আমাদের। সেখানে চ্যাটচজিপিটির রোবট আপনাকে প্রতিটি বিষয় সম্পর্কে গবেষণাপত্রের মতো তথ্য় সরবরাহ করে। যা গুগলের সার্চ ইঞ্জিনের থেকে কয়েক ধাপ এগিয়ে। সম্প্রতি এই প্রযুক্তিগত অ্যাডভান্টেজ থেকেই এগিয়ে যায় চ্যাটজিপিট। সেই কারণেই বাজারে গুগল বার্ড এসেছে।

সংবাদটি পঠিত হয়েছে: ১৩২ বার