সুপার ব্র্যান্ডের স্বীকৃতি পেলো যেসব প্রযুক্তি প্রতিষ্ঠান
প্রকাশ: ১২:৪৬ মিঃ, ফেব্রুয়ারি ১২, ২০২৩
আগামী দুই বছরের জন্য সুপার ব্র্যান্ডের স্বীকৃতি ও সম্মাননা পেলো দেশের ৪০ প্রতিষ্ঠান। শনিবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর একটি হোটেলে এই পুরস্কার ঘোষণা করা হয়। প্রযুক্তিনির্ভর ব্র্যান্ড ছাড়াও এই সম্মাননা জিতেছে বিভিন্ন সেক্টরের কোম্পানি।
প্রতিষ্ঠানগুলি হলো, ইলেকট্রনিক্স কঞ্জুমার্স ব্র্যান্ডে ওয়ালটন, ই-কমার্সে দারাজ বাংলাদেশ লিমিটেড, মোবাইল ও টেলিভিশনে স্যামসাং, বিআরবি ক্যাবলস, গাজী পাম্প এবং মোটর, গ্রি এয়ার কন্ডিশনার, প্লাইউডে সর্বাধুনিক প্রযুক্তির সুপার বোর্ড, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সিংগার ওয়াশিং মেশিন ও টেলিভিশন চ্যানেলের মধ্যে চ্যানেল আইস প্রভৃতি।
আলোচিত প্রযুক্তিনির্ভর ব্র্যান্ড ছাড়াও এই সম্মাননা জিতেছে এসিআই লবণ, আবুল খায়ের গ্রুপ, আকিজ সিরামিকস, কাউ ব্র্যান্ড কালার কোটেড স্টিল, ডিবিএল গ্রুপ, এলিট পেইন্ট, ইপিলিয়ন গ্রুপ, তাজা পরিশোধিত চিনি, ফ্রেন্ডশিপ, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, হাতিল ফার্নিচার, এইচএসবিসি বাংলাদেশ ব্যাংক, ইগলু আইসক্রিম, ম্যাটাডোর গ্রুপ, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, মেটলাইফ, মুন্নু সিরামিক, রূপচাঁদা, শাহ সিমেন্ট, শান্তা হোল্ডিংস, এসএমসি কনডম, স্বপ্ন এবং ডেইলি স্টার।
এছাড়া বসুন্ধরা পেপার, টিস্যু, এলপি গ্যাস এবং ডায়াপ্যান্টে সুপারব্র্যান্ডস সম্মাননা জিতেছে বসুন্ধরা। সার্বিক হিসেবে সুপারব্র্যান্ডস সম্মাননায় স্বীকৃত এক তৃতীয়াংশই প্রযুক্তি পরিবারের সদস্য।
অনুষ্ঠানে সম্মাননা প্রদানের পাশাপাশি ২০২৩-২৪ সালের সুপারব্র্যান্ডস প্রকাশনাটির প্রচ্ছদ উন্মোচন করা হয়। দেশ বরেণ্য ভিজ্যুয়াল আর্টিস্ট, বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ডিরেক্টর এবং ক্রিয়েটিভ এডিটর; বাংলাদেশ ক্রিয়েটিভ ফোরামের প্রতিষ্ঠাতা; উইমেন ইন লিডারশিপের প্রেসিডেন্ট, নাজিয়া আন্দালিব প্রিমা, সুপারব্র্যান্ডস বাংলাদেশ ২০২৩-২৪-এর প্রচ্ছদটি ডিজাইন করেন। এই প্রকাশনাটি আগামী দুই বছরের জন্য নির্বাচিত প্রতি ব্র্যান্ডের একটি সংকলন।
ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশনস কোম্পানি বাংলাদেশ (প্রাইভেট) লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং এশিয়া মার্কেটিং ফেডারেশনের জেনারেল সেক্রেটারি, আশরাফ বিন তাজ, সম্মাননা প্রদান পর্বের শুরুতে সুপারব্র্যান্ডসের বাছাই প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন।
ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশনস কোম্পানি বাংলাদেশ (প্রাইভেট) লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং এশিয়া মার্কেটিং ফেডারেশনের জেনারেল সেক্রেটারি, আশরাফ বিন তাজ, সম্মাননা প্রদান পর্বের শুরুতে সুপারব্র্যান্ডসের বাছাই প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, “বৈশ্বিকভাবে প্রচলিত নিয়মকে অবলম্বন করেই বাংলাদেশের সুপারব্র্যান্ডগুলোকে বাছাই করা হয়েছে। একাধিক মানদন্ডে যাচাই করেই প্রক্রিয়াটি ভিন্ন ভিন্ন বিভাগে সেরা ব্র্যান্ডগুলোকে বাছাই করে নিয়ে এসেছে।’’
সংবাদটি পঠিত হয়েছে: ৯১ বার
সম্পর্কিত পোস্ট
মুখোমুখি

ব্রডব্যান্ড ইন্টারনেট ইকুইপমেন্টে ভ্যাট, ট্যাক্সের করবোঝা নামাতে হবে
সময়ের পালা-বদলে বাংলাদেশ এখন ডিজিটাল যুগ পেরিয়ে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের পর স্বল্পোন্নত আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হবে বাংলাদেশ। বাংলাদেশের এ অগ্রযাত্রায় সরকারের পাশাপাশি বেসরকারি তথ্যপ্রযুক্তি খাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।