১১ মার্চ আইসিপিসি ঢাকা পর্বে অংশ নেবে যে দশ দল
প্রকাশ: ০১:০৯ মিঃ, ফেব্রুয়ারি ১২, ২০২৩
প্রতিযোগিতায় ডি-সেটে সবার আগে সমাধান দিয়ে স্কোরবোর্ডে প্রথমেই উঠে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নটরেডি ইয়েট দল। প্রবলেম সেট এ-তে সবার আগে সমাধান দিতে সামর্থ হয় রুয়েটের আফটারম্যাথ। একইভাবে সেট বি-তে এগিয়ে ছিলো টিম নোভাটোস।
আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্টের (আইসিপিসি) ঢাকা পর্বের প্রাথমিক বাছাই পর্বে সবার আগে ১০টি সমস্যারই সমাধন দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দল ‘নট স্ট্রং এনাফ’।
প্রথম রানার্সআপ হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল ‘বার্লেক্যাম্পম্যাসি’। যদিও দলটি জি-সেটে সবার আগে সমস্যার সমাধানে এগিয়ে ছিলো, কিন্তু পরে পিছিয়ে গেছে। গতির ধারাবাহিকতায় শেষ পর্যন্ত এগিয়ে গিয়ে দ্বিতীয় রানার্সআপ হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দল বুয়েট পটেটোস।
গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের উদ্যোগে শনিবার অনুষ্ঠিত প্রতিযোগিতায় অনলাইনে অংশ নেয় ১২৮টি বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৬৪৮টি দল। আইসিপিসির কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান এবং গ্রিন ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. মো. সাইফুল আজাদের তত্বাবধানে কোডমার্সাল ওয়েবসাইটে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। চলে টানা ১৮০ মিনিট।
প্রতিযোগিতায় ডি-সেটে সবার আগে সমাধান দিয়ে স্কোরবোর্ডে প্রথমেই উঠে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নটরেডি ইয়েট দল। প্রবলেম সেট এ-তে সবার আগে সমাধান দিতে সামর্থ হয় রুয়েটের আফটারম্যাথ। একইভাবে সেট বি-তে এগিয়ে ছিলো টিম নোভাটোস।
তবে শেষ সময় ও সমাধানের হিসেবে শীর্ষ দশে জায়গা করে নেয় যথাক্রমে ডিইউ ফেয়ারব্লিটজ, বুয়েট সম্মোহিত, রুয়েট আফটারম্যাথ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জেইউ কেজেডভিডি৪৭২৯, বুয়েট কমেডিয়ানস অব এরর, ১০১ এবং ঢাবি’র নটরেডিইয়ট।
আগামী ১১ মার্চ অনুষ্ঠেয় আইসিপিসি ঢাকা পর্বে অংশ নেবে এই দশটি দল।
সংবাদটি পঠিত হয়েছে: ৮৪ বার
সম্পর্কিত পোস্ট
মুখোমুখি

ব্রডব্যান্ড ইন্টারনেট ইকুইপমেন্টে ভ্যাট, ট্যাক্সের করবোঝা নামাতে হবে
সময়ের পালা-বদলে বাংলাদেশ এখন ডিজিটাল যুগ পেরিয়ে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের পর স্বল্পোন্নত আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হবে বাংলাদেশ। বাংলাদেশের এ অগ্রযাত্রায় সরকারের পাশাপাশি বেসরকারি তথ্যপ্রযুক্তি খাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।