সুলভ মূল্যে উচ্চগতির ইন্টারনেট সেবা দেবে গুগল ফাইবার

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ০২:৫৮
Card image cap
ছবি:

শুরুতে সেবা কার্যক্রমটি পরীক্ষামূলকভাবে যুক্তরাষ্ট্রের তিনটি শহরে চালু করেছে গুগল। কানসাস সিটি, ওয়েস্ট ডেস মইনেস ও সল্টলেক সিটি মেট্রোপলিটন এলাকার বাসিন্দারা এই সেবা নিতে পারবেন।

টেকওয়ার্ল্ড প্রতিনিধি

এখন স্কুল-কলেজ, অফিস-আদালতের সব কাজ করতে ব্যবহার করা হচ্ছে ব্রডব্যান্ড ইন্টারনেট। এটি এখন নিত্যদিনের অনুষঙ্গে পরিণত হয়েছে। সময়ের এই চাহিদায় এবার  বাসাবাড়িতে ইন্টারনেট সেবা দিতে নতুন ব্যবসাতে যুক্ত হয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন এবং আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি গুগল। 

‘গুগল ফাইবার’ নামে ইন্টারনেট সেবার প্যাকেজ চালু করেছে মার্কিন টেক জায়ান্টটি। প্যাকেজগুলোতেই থাকছে ৫ জিবিপিএস ও ৮ জিবিপিএস ইন্টারনেট স্পিড।

শুরুতে সেবা কার্যক্রমটি পরীক্ষামূলকভাবে যুক্তরাষ্ট্রের তিনটি শহরে চালু করেছে গুগল। কানসাস সিটি, ওয়েস্ট ডেস মইনেস ও সল্টলেক সিটি মেট্রোপলিটন এলাকার বাসিন্দারা এই সেবা নিতে পারবেন।

আপাতত ৫ জিবিপিএস ইন্টারনেট স্পিডের জন্য প্রতিমাসে এর গ্রাহককে পরিশোধ করতে হবে ১২৫ ডলার। তবে একই এরিয়াতে কিছু গ্রাহক চাইলে ৮ জিবিপিএসও নিতে পারেন। গ্রাহকেরা ‘ওয়াইফাই সিক্স’ রাউটারও ব্যবহার করতে পারবেন, যা ভবিষ্যতে ১০ জিবিপিএস নেটও কভার করতে পারবে।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরে সেবার পরিধি বাড়াতে কাজ করছে ‘গুগল ফাইবার’। তবে এক্ষেত্রে ‘ফ্রন্টিয়ার’ ও ‘অপটিমাম’-এর মতো কোম্পানিও ৫ জিবিপিএস ইন্টারনেট স্পিড অফার করছে। কিন্তু দুই কোম্পানির প্যাকেজের দাম গুগল ফাইবারের থেকে অনেক বেশি। ফ্রন্টিয়ার ৫ জিবিপিএস অফার করছে ১৫৫ ডলারে এবং অপটিমাম একই প্যাকেজের জন্য নিচ্ছে ১৮০ ডলার।

সংবাদটি পঠিত হয়েছে: ৮৫ বার