ফেসবুকের ব্লু ব্যাজ সেবা নিতে গুনতে হবে ১২০০ টাকা
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৫৬
ভেরিফাইড অর্থাৎ নামের পাশে ব্লু ব্যাজ পেতে হলে প্রতিমাসে ওয়েব প্ল্যাটফর্মে গুনতে হবে ১১ দশমিক ৯৯ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় এক হাজার ২৬৩ টাকা। আর আইফোন ব্যবহারকারীরা যদি এই সুযোগ নিতে চান, তবে তাদের গুনতে হবে মাসে ১৪ দশমিক ৯৯ ডলার।
টুইটারের পর এবার ফেসবুক ও ইনস্টাগ্রামে ভেরিফায়েড অ্যাকাউন্টধারীদের গুনতে হবে টাকা। ব্যবহারকারীদের কাছে এবার অর্থের বিনিময়ে ‘ব্লু ব্যাজ’ সেবার ঘোষণা দিয়েছেন মেটার নির্বাহী প্রধান মার্ক জাকারবার্গ। এর ফলে ডলার খরচ করে কেনা যাবে বিশ্বের শীর্ষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ভেরিফায়েড সেবা।
মেটা জানিয়েছে, ভেরিফাইড অর্থাৎ নামের পাশে ব্লু ব্যাজ পেতে হলে প্রতিমাসে ওয়েব প্ল্যাটফর্মে গুনতে হবে ১১ দশমিক ৯৯ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় এক হাজার ২৬৩ টাকা। আর আইফোন ব্যবহারকারীরা যদি এই সুযোগ নিতে চান, তবে তাদের গুনতে হবে মাসে ১৪ দশমিক ৯৯ ডলার। এর বিনিময়ে পাওয়া যাবে একটি ব্লু ব্যাজ এবং এটি আপনার অ্যাকাউন্টের বিরুদ্ধে থাকা ছদ্মবেশী অভিযোগ থেকে সুরক্ষা দেবে।
চলতি সপ্তাহ এ সেবা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের জন্য চালু করবে ফেসবুক। তবে বিশ্বের অন্যান্য দেশেও শিগগিরই এ সেবা চালু কথা জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমটি।
মেটার তরফ থেকে জানানো হয়েছে, যারা ‘ব্লু’ ব্যাজের জন্য অর্থ দেবেন, তাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম প্রোফাইল নিজ নিজ দেশের সরকারি পরিচয়পত্র দিয়ে যাচাই করা হবে। ইনস্টাগ্রাম ও ফেসবুকের সেই সাবস্ক্রিপশনের ক্ষেত্রে ব্যবহারকারীরা বাড়তি সুরক্ষা পাবেন।
তবে ইনস্টাগ্রাম এবং ফেসবুক অ্যাকাউন্ট ইতিমধ্যে ভেরিফায়েড আছে, সেগুলোর ক্ষেত্রে কোনও পরিবর্তন হবে না।
বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন টুইটার মাসে ১১ ডলারের বিনিময়ে ব্লু টিক মিলবে বলে গত মাসে ঘোষণা দিয়েছিল। এবার ফেসবুকও একই পথে হাঁটল।
সংবাদটি পঠিত হয়েছে: ৮৪ বার
সম্পর্কিত পোস্ট
মুখোমুখি

ব্রডব্যান্ড ইন্টারনেট ইকুইপমেন্টে ভ্যাট, ট্যাক্সের করবোঝা নামাতে হবে
সময়ের পালা-বদলে বাংলাদেশ এখন ডিজিটাল যুগ পেরিয়ে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের পর স্বল্পোন্নত আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হবে বাংলাদেশ। বাংলাদেশের এ অগ্রযাত্রায় সরকারের পাশাপাশি বেসরকারি তথ্যপ্রযুক্তি খাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।