১৬ বছর পূর্তিতে স্টারটেকের অ্যাপে নতুন যাত্রা

প্রকাশ: ২ মার্চ, ২০২৩, ১১:৩৩
Card image cap
ছবি:

রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারে ১৬ বছর পূর্তি উৎসব আয়োজনে এই অ্যাপ উদ্বোধন করেন স্টারটেক চেয়ারম্যান মো. রাশেদ আলী ভূঁইয়া। এই মর্কেট থেকেই যাত্রা শুরু করেছিলো স্টারটেক।

টেকওয়ার্ল্ড প্রতিনিধি

এবার অ্যাপ ও হটলাইন নম্বর চালু করেছে কম্পিউটার ও প্রযুক্তিপণ্যের বিক্রেতা প্রতিষ্ঠান স্টার টেক। অ্যান্ড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেমনির্ভর অ্যাপটি কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটির বাজারজাত করা পণ্যগুলোর হালনাগাদ তথ্য জানা যাবে। এছাড়াও পণ্য সম্পর্কিত কোনো অভিযোগ বা সেবা পেতে ১৬৭৯৩ নম্বরে ফোন করা যাবে সবসময়।

বুধবার বিকেলে রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারে ১৬ বছর পূর্তি উৎসব আয়োজনে এই অ্যাপ উদ্বোধন করেন স্টারটেক চেয়ারম্যান মো. রাশেদ আলী ভূঁইয়া। এই মর্কেট থেকেই যাত্রা শুরু করেছিলো স্টারটেক।

ইউটিউবারদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ জাহেদ আলী ভূঁইয়াসহ অন্যান্য পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে কেক কেটে উৎসবের শুরু করেন স্টারটেক মাল্টিপ্লান শাখার ব্যবস্থাপক মো. ফাহিম।

অনুষ্ঠানে জানানো হয়, জনপ্রিয় ব্র্যান্ডের পণ্য বাজারজাত এবং বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করায় স্টার টেক ক্রেতাদের আস্থা অর্জন করেছে। এছাড়াও ঐতিহাসিক ৭ মার্চ পর্যন্ত একটি কিনে দুটি জিতুন, প্রতিদিন রাত ১০টায় ১৬ টাকায় সারপ্রাইজ বক্স, নগদ পেমেন্টে ১৬ শতাংশ ক্যাশ ব্যাক এবং মেগা ডিল অফার করেছে।

অনুষ্ঠানেই অফার নিয়ে একটি ল্যাপটপ কিনে আরেকটি ল্যাপটপ উপহার প্রাপককে দুইটি ল্যাপটপ বুঝিয়ে দেয়া হয়।

সংবাদটি পঠিত হয়েছে: ৭৪ বার