টেকনোর মেড ইন বাংলাদেশ ফ্লাগশিপ ফোন

প্রকাশ: ১৬ মার্চ, ২০২৩, ০৮:২২
Card image cap

সোশ্যাল, সেলফি আর গেম-এই তিনে গুরুত্ব দেয়া হয়েছে নতুন ফোনটিতে। এমনটাই জানিয়েছেন টেকনো পণ্য ব্যবস্থাপক মো. ইসরাইল আলী। তিনি বলেন, সেলফির জন্য প্রথমবারের মতো ফোনটিতে জুড়ে দেয়া হয়েছে তিনস্তরের উজ্জ্বলতার ডুয়াল ফ্লাশ লাইট। এর ৫০ মেগাপিক্সেল রেয়ার ক্যামারার অ্যাপাচার ভ্যালু ১.৬। গেমারদের কথা মাথায় রেখে ব্যবহার করা হয়েছে হেলিও জি৮৮ গেমিং প্রসেসর।

টেকওয়ার্ল্ড প্রতিনিধি

স্পার্ক সিরিজের ১০ম ফোনের সঙ্গে সুজুকি জিএক্সএক্স আর ওয়ান মোটর বাইক অফার করেছে চীনা মোবাইল ব্র্যান্ড টেকনো। বুধবার মেড ইন বাংলাদেশ ফ্লাগশিপ এই হ্যান্ডসেটটির উদ্বোধনী অনুষ্ঠানে এই অফার ঘোষণা করেন ট্র্যানশান বাংলাদেশের সিইও রেজওয়ানুল হক।

অনুষ্ঠানে টেকনো বাংলাদেশ প্রধান জানালেন, ৮জিবি র‌্যামসহ ১২৮জিবি স্টোরেজের দাম পড়বে ১৭ হাজার ৯৯০ টাকা। অপরদিকে ৪জিবি র‌্যাম হলে দাম কমে যাবে ১৫ হাজার ৬৯০ টাকায়।

সোশ্যাল, সেলফি আর গেম-এই তিনে গুরুত্ব দেয়া হয়েছে নতুন ফোনটিতে। এমনটাই জানিয়েছেন টেকনো পণ্য ব্যবস্থাপক মো. ইসরাইল আলী। তিনি বলেন, সেলফির জন্য প্রথমবারের মতো ফোনটিতে জুড়ে দেয়া হয়েছে তিনস্তরের উজ্জ্বলতার ডুয়াল ফ্লাশ লাইট। এর ৫০ মেগাপিক্সেল রেয়ার ক্যামারার অ্যাপাচার ভ্যালু ১.৬। গেমারদের কথা মাথায় রেখে ব্যবহার করা হয়েছে হেলিও জি৮৮ গেমিং প্রসেসর।

২০১৭ সালে ট্রানশান বাংলাদেশ নামে সরাসরি বাংলাদেশে কার্যক্রম শুরু করে মোবাইল হ্যান্ডসেট কোম্পানি টেকনো হোল্ডিংস।

সংবাদটি পঠিত হয়েছে: ১৯ বার