ভ্যাট না বাড়িয়ে কালোবাজারি রোধের পরামর্শ দেন মোস্তাফা জব্বার

প্রকাশ: ১৬ মার্চ, ২০২৩, ০৮:৩৭
Card image cap
ছবি:

উপস্থাপনায় ২০১৭ সালে দেশে স্মার্ট ডিভাইস উৎপাদনের পর থেকে দেশে স্মার্টফোন ব্যবহারের হার ২৬ শতাংশ থেকে বেড়ে ৫৩ শতাংশ হলেও এখনো বাইরে রয়েছে ৫০ শতাংশ মানুষ। একইভাবে গ্রাম ও শহরে ডিজিটাল বৈষম্য কমানো গেলে বাড়বে ব্রডব্যান্ড সংযোগও।

টেকওয়ার্ল্ড প্রতিনিধি

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, আমাদের জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চোখের সামনে দিয়ে মশা যায় সেটা খুব ভালো করেই দেখে, কিন্তু পেছন দিক দিয়া যে হাতি এসে সর্বনাশ করে দিচ্ছে সেটা তাদের চোখে পড়ে না। তবে সেটি না দেখে কেবলমাত্র রাজস্ব আহরণের দিকে তাকানো শেখ হাসিনার সরকারের নীতিতে নেই।

দেশে উৎপাদিত মোবাইল হ্যান্ডসেটের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করার বিষয়ে এমন মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। 

বৃহস্পতিবার (১৬ মার্চ) রমনায় বিটিআরসি মিলনায়তনে জাতীয় ব্রডব্যান্ড নীতিমালা প্রণয়নের লক্ষে ‘অ্যাফোর্ডেবল স্মার্ট ডিভাইসেস’ শীর্ষক কর্মশালাপূর্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, স্মার্ট ডিভাইস হিসেবে স্মার্টফোনের পাশাপাশি কম্পিউটারকেও বাদ দেয়ার কোনো সুযোগ নেই।

বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ। উপস্থাপনায় ২০১৭ সালে দেশে স্মার্ট ডিভাইস উৎপাদনের পর থেকে দেশে স্মার্টফোন ব্যবহারের হার ২৬ শতাংশ থেকে বেড়ে ৫৩ শতাংশ হলেও এখনো বাইরে রয়েছে ৫০ শতাংশ মানুষ। একইভাবে গ্রাম ও শহরে ডিজিটাল বৈষম্য কমানো গেলে বাড়বে ব্রডব্যান্ড সংযোগও।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান বললেন, প্রান্তজনের কাছে কানেক্টিভিটির সুবিধা পৌঁছতে হলে বাড়াতে হবে স্মার্ট ফোনের ব্যবহার।

কর্মশালার শুরুতে দেশে উৎপাদিত মোবাইল হ্যান্ডসেটের বাজার প্রতিবন্ধকতা তুলে ধরেন বাংলাদেশ মোবাইল ফোন ম্যান্যুফ্যাকচারস অ্যাসোসিয়েশনের সভাপতি রুহুল আলম আল মাহবুব। ১৫ শতাংশ ভ্যাট আরোপসহ বিভিন্ন প্রতিবন্ধকতায় সক্ষমতার ৩০ শতাংশের বেশি হ্যান্ডসেট তৈরি করা যাচ্ছে না বলে জানান তিনি।

এসময় ডিজিটাল ডিভাইস বা কানেক্টিভিটি মোটেই বিলাসী পণ্য নয় বলে মন্তব্য করেন মন্ত্রী। একইসঙ্গে ভ্যাট না বাড়িয়ে কালোবাজারি রোধে এনবিআরকে পরামর্শ দেন তিনি।

সভাপতির বক্তব্যে স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট কানেক্টিভিটি স্থাপনে ডিভাইসের গুরুত্ব তুলে ধরেন বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার। ব্যবহার বাড়াতে করনীতিমালা পূণর্বিবেচনার করার কথা বলেন তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিটিআরসি কমিশনার আবু সৈয়দ দিলজার হোসেন। এসময় আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক, অ্যামটব মহাসচিব এস এম ফরহাদ এবং মোবাইল অপারেটরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি পঠিত হয়েছে: ৭২ বার