১২০ ওয়াটের চার্জিং প্রযুক্তিতে আসছে শাওমি ১৩ প্রো

প্রকাশ: ১৮ মার্চ, ২০২৩, ১২:২৩
Card image cap

শাওমি ১৩ প্রো-এর ব্যাক প্যানেলে রয়েছে লাইকা টিউনড ট্রিপল ক্যামেরা সেটআপ, যা ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ৫০ মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর দ্বারা গঠিত৷ আর ফোনের সামনে সেলফি এবং ভিডিও কলের জন্য একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করছে।

টেকওয়ার্ল্ড প্রতিনিধি

চীনের বাজারে ১৩ সিরিজের দুটি মডেলের  ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করেছে চীনা প্রযুক্তিপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান শাওমি। মডেল দুটি শাওমি ১৩ এবং শাওমি ১৩ প্রো।গত বছর ডিসেম্বরে ফোন দুটি লঞ্চ করে প্রতিষ্ঠানটি। চীনের সীমানা পেরিয়ে এবার গ্লোবাল মার্কেটে আসছে শাওমি ১৩ সিরিজ।

শাওমি ১৩ প্রো হ্যান্ডসেটটি চীনে ৬.৭৩ ইঞ্চির ২কে ওএলইডি ডিসপ্লেসহ উন্মোচিত হয়েছে, যা ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট, এইচডিআর১০+ সাপোর্ট এবং ১৯০০ নিট পিক ব্রাইটনেস দেয়। 

ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত, যার সাথে গ্রাফিক্সের জন্য অ্যাড্রেনো জিপিইউ যুক্ত রয়েছে।

ফটোগ্রাফির জন্য শাওমি ১৩ প্রো-এর ব্যাক প্যানেলে রয়েছে লাইকা টিউনড ট্রিপল ক্যামেরা সেটআপ, যা ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ৫০ মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর দ্বারা গঠিত৷ আর ফোনের সামনে সেলফি এবং ভিডিও কলের জন্য একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করছে।

সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, শাওমি ১৩ প্রো-এ ১২০ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্টসহ ৪ হাজার ৮২০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

সংবাদটি পঠিত হয়েছে: ১৯ বার