কর্মশালায় মডেল রকেট বানালো শিশুরা
প্রকাশ: ১৮ মার্চ, ২০২৩, ১১:২৩
কর্মশালায় শিশুরা নিজেরাই মডেল রকেট তৈরি করেছে। তাদের বানানো রকেট আকাশেও উৎক্ষেপণ করা হয়েছে। এর মাধ্যমে তারা রকেটের বিভিন্ন যন্ত্রাংশ, ইতিহাস, রকেটের কার্যপ্রণালী, গাণিতিক হিসাব সম্পর্কে জেনেছে।
শিশু-কিশোরদের মধ্যে বিজ্ঞানচর্চা আরও বেশি বাড়িয়ে তুলতে ও বিজ্ঞানের বিভিন্ন মজার প্রকল্পের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশে তাদেরকে উৎসাহিত করতে বাংলাদেশ ইনোভেশন ফোরাম এবং স্পেস ইনোভেশন ক্যাম্প তৃতীয়বারের মতো আয়োজন করল ‘রকেট তৈরির কমর্শালা’।
শনিবার (১৮ মার্চ) রাজধানীর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে অনুষ্ঠিত এই কর্মশালায় ৪ থেকে ১৪ বছর বয়সী প্রায় ৫০ শিক্ষার্থী অংশ নেয়।
কর্মশালায় শিশুরা নিজেরাই মডেল রকেট তৈরি করেছে। তাদের বানানো রকেট আকাশেও উৎক্ষেপণ করা হয়েছে। এর মাধ্যমে তারা রকেটের বিভিন্ন যন্ত্রাংশ, ইতিহাস, রকেটের কার্যপ্রণালী, গাণিতিক হিসাব সম্পর্কে জেনেছে। গাণিতিক হিসাবের মাধ্যমে কীভাবে একটা রকেট আকাশে উড়তে পারে, সে ব্যাপারে ধারণা দেওয়া হয়েছে। শিশুরা তিন ধরনের মডেল রকেট, ওয়াটার রকেট ও ভেহিকল রকেট তৈরি করেছে।
কর্মশালায় এসে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, এ কর্মশালার মাধ্যমে শিশুদের মনে বিজ্ঞানের বীজ বপন করা হলো। এদের মধ্যে থেকেই আমরা ভবিষ্যৎ বিজ্ঞানীদের দেখতে পাব।
কর্মশালায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পরিচালক এ কে এম লুৎফুর রহমান সিদ্দীক ও উদয়ন উচ্চমাধমিক বিদ্যালয়ের অধ্যক্ষ জহুরা বেগম উপস্থিত ছিলেন।
কর্মশালা নিয়ে স্পেস ইনোভেশন ক্যাম্পের ক্রু চিফ আরিফুল হাসান বলেন, খেলার ছলে শিশুদের মহাকাশ বিজ্ঞানের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এ ধরনের আয়োজন আমরা সারা বছর করে থাকি। দ্রুতই আমরা বাংলাদেশে শুরু করতে যাচ্ছি মহাকাশ (স্পেস) অলিম্পিয়াড বাংলাদেশ। এর প্রাক্-নিবন্ধন শুরু হয়েছে। যে কেউ চাইলেই spaceolympiadbd.com থেকে নিবন্ধন করতে পারবে।
আয়োজনের সহযোগিতায় ছিল হুইসেল, পিক্সেল নেট টেকনোলজিস্ট, ইভেন্ট ফ্লুয়েন্ট ও ই-টিকেটিং পার্টনার ই-সফট।
সংবাদটি পঠিত হয়েছে: ২৩ বার
সম্পর্কিত পোস্ট
মুখোমুখি

একজন অকুতোভয় শব্দসৈনিক কল্যাণী ঘোষ
বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী কল্যাণী ঘোষ। বাবার বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার বীনাজুরী গ্রামে হলেও ১৯৪৬ সালের ৫ মে তার জন্ম বন্দরনগরীর রহমতগঞ্জের প্রবাল চৌধুরী সড়কের দেওয়ানজী পুকুর লেনে। শৈশব থেকেই পারিবারিকভাবে সাংস্কৃতিক আবহে বেড়ে উঠেছেন তিনি। মাত্র ৫ বছর বয়স থেকে মা লীলাবতী চৌধুরীর কাছে সঙ্গীত, অভিনয় ও নৃত্যে শিক্ষা লাভ করেন। পরে উচ্চাঙ্গ সং