বর্ণিল আয়োজনে শেষ হলো পীরগঞ্জে স্মার্ট কর্মসংস্থান মেলা

প্রকাশ: ১৯ মার্চ, ২০২৩, ০৮:৫৬
Card image cap
ছবি:

বাংলাদেশের আজকের উন্নয়নের পেছনের সবচেয়ে বড় ক্ষেত্র আইসিটি। আইসিটি ক্ষেত্রে নিরব বিপ্লব ঘটেছে। বর্তমানে এই খাত থেকে বাংলাদেশের আয় ১.৫ বিলিয়ন। এর পেছনের কারিগর সজীব ওয়াজেদ জয়। তিনি এই মাটির সন্তান হওয়ায় এটা পীরগঞ্জবাসীর জন্য গর্বের।

টেকওয়ার্ল্ড প্রতিনিধি

পীরগঞ্জে ফ্রিল্যান্সিং ক্যাম্প ও স্মার্ট কর্মসংস্থান মেলায় ২০ জন স্মার্ট নারী উদ্যোক্তাকে প্রধানমন্ত্রী  শেখ হাসিনার পক্ষ থেকে ৫০ হাজার টাকার চেক এবং ১০ জন তরুণ ফ্রিল্যান্সারদের হাতে বিশ্বজয়ের হাতিয়ার ল্যাপটপ তুলে দেন পীরগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

রবিবার (১৯ মার্চ) ‘আগামীর কর্মসংস্থান’ স্লোগানে রংপুরের পীরগঞ্জে অনুষ্ঠিত দেশের প্রথম স্মার্ট কর্মসংস্থান মেলায় তাদের হাতে এই উপহার তুলে দেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আয়োজকরা জানান, ‍দিনব্যাপী এই মেলায় আইসিটি বিভাগ থেকে প্রশিক্ষণ নেয়া সাড়ে ৪০০ ফ্রিল্যান্সার তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন। এছাড়াও নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন উদ্যোক্তারা। তারা মনে করেন, একেক জন উদ্যোক্তা ১০ জন করে উদ্যোক্তা সৃষ্টি করা যায়। মেলা থেকেই তাৎক্ষণিক নিয়োগ পেয়েছেন তিন জন। 

স্থানীয় ফ্রিল্যান্সারদের মধ্যে বিতরণ করা হয়েছে ১০টি ল্যাপটপ। অনুদান পেয়েছেন নারী উদ্যাক্তারা। ২৫ জন উদ্যাক্তা নিয়ে মেলায় অংশ নিয়েছিলো ই-ক্যাব উইমেন ফোরাম। গ্রামীণফোন, চালডাল ও কোডার্টাস্টসহ অংশ নিয়েছে জাতীয় পর্যায়ের ২২টি সংগঠন। অনুষ্ঠানে একটি ভার্চুয়াল মেন্টর অ্যাপের সঙ্গেও পরিচয় করিয়ে দেয়া হয়।

বিকেলে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের স্পিকার ড. শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের আজকের উন্নয়নের পেছনের সবচেয়ে বড় ক্ষেত্র আইসিটি। আইসিটি ক্ষেত্রে নিরব বিপ্লব ঘটেছে। বর্তমানে এই খাত থেকে বাংলাদেশের আয় ১.৫ বিলিয়ন। এর পেছনের কারিগর সজীব ওয়াজেদ জয়। তিনি এই মাটির সন্তান হওয়ায় এটা পীরগঞ্জবাসীর জন্য গর্বের। এসময় পীরগঞ্জের যেসব স্কুলে এখনো কম্পিউটার ল্যাব হয়নি সেসব স্কুলে দ্রুততার সঙ্গে স্থাপনের অনুরোধ জানান জাতীয় সংসদের স্পিকার। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পীরগঞ্জে একটি আইটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণ দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, আমাদের লক্ষ্য আগামী ২০২৫ সালের মধ্যে ১০ লাখ ফ্রিল্যান্সার তৈরি করবো। এর মধ্যে পীরগঞ্জে ৩ হাজার ফ্রিল্যান্সার তৈরিতে সব ধরণের উদ্যোগ নেয়া হয়েছে।

রংপুর জেলা প্রশাসক ড. চিত্র লেখা নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লার্নিং আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প পরিচালক হুমায়ুন কবির। বিশেষ অতিথির বক্তব্যে পীরগঞ্জের শিশুদের মনোযোগ ও স্মৃতি ধরে রাখার ইনকগরেটিভ শিক্ষা কার্যক্রম চালুর ঘোষণা দেন ব্র্যাক কুমন লিডিমটেডের প্রধান নির্বাহী নেহাল বিন হাসান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শেখ রাসেল ডিজিটাল ল্যাবের প্রকল্প পরিচালক এস এ এম রফিকুন্নবী, রংপুর পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম মান্নু, উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ্ব নূর মোহাম্মাদ মণ্ডল, পৌর মেয়র আবু সালেহ মো. আজিমুল ইসলাম প্রমুখ।  

এছাড়াও নিজের সফলতার গল্প তুলে ধরেন স্থানীয় সফল ফ্রিল্যান্সার নূর তাজকিয়া, মেহেদী হাসান শাকিল, আইটি সেবায় সফল সুলতানা বেগম ও আরিফুজ্জামান মুন। 

অনুষ্ঠানের মধ্যভাগে স্থানীয় শিক্ষার্থী, ফ্রিল্যান্সার, অভিভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মুক্ত আলোচনা। আলোচনায় স্থানীয়রা তাদের সমস্যার কথা তুলে ধরেন। সেই সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন স্পিকার।

সংবাদটি পঠিত হয়েছে: ৮৫ বার