ফিনটেক হাব বাংলাদেশের যাত্রা শুরু

প্রকাশ: ২২ মার্চ, ২০২৩, ১২:৩০
Card image cap
ছবি:

স্টিয়ারিং কমিটিতে কয়েকজন অভিজ্ঞ ফিনটেক প্রতিষ্ঠাতা, সিনিয়র ব্যাংকার এবং প্রযুক্তি বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এরা হলেন- বিডিজবস প্রতিষ্ঠাতা সিইও ফাহিম মাশরুর, ডাটা সফট সিইও মাঞ্জুর মাহবুব, সার্কেল ফিনটেক প্রতিষ্ঠাতা রেদোয়ান উল আনসারী, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট সিইও সৈয়দ মোহাম্মাদ ওমর তাইয়্যুব, ফার্মার্স মার্কেট এশিয়া প্রতিষ্ঠাতা সৌরভ ইসলাম ও আমার পে সিইও তারিকুল ইসলাম চৌধুরী।

টেকওয়ার্ল্ড প্রতিনিধি

প্রতিভাবান তরুণ ফিনটেক উদ্যোক্তাদের তাঁদের ব্যবসার বিকেশে উদ্ভাবনী এবং টেকসই ফিনটেক সমাধান দিতে যাত্রা শুরু করলো অ-বাণিজ্যিক উদ্যোগ ফিনটেক হাব বাংলাদেশ। হাবটিতে রয়েছেন বিশেষজ্ঞ, বিনিয়োগকারী এবং নীতি নির্ধারকেরা। তাঁদের সহযোগিতায় তরুণ ফিনটেক প্রতিষ্ঠাতারা সহজেই তাদের ধারণা এবং উদ্যোগগুলি পরীক্ষা এবং রোল আউট করার সুযোগ পাবেন নতুন প্লাটফর্মের মাধ্যমে।

মঙ্গলবার (২১ মার্চ) রাতে রাজধানীর তেজগাঁওয়ে ফিনটেক হাবের উদ্বোধনী অনুষ্ঠানে প্লাটফর্মটির বিস্তারিত তুলে ধরেন শিকাগোর সেন্ট জেভিয়ার ইউনিভার্সিটির অধ্যাপক ড. মনজুরুল হক। অনুষ্ঠানে ফিনটেক হাবের ৬ সদস্যের স্টিয়ারিং কমিটি ঘোষণা করেন তিনি।

স্টিয়ারিং কমিটিতে কয়েকজন অভিজ্ঞ ফিনটেক প্রতিষ্ঠাতা, সিনিয়র ব্যাংকার এবং প্রযুক্তি বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এরা হলেন- বিডিজবস প্রতিষ্ঠাতা সিইও ফাহিম মাশরুর, ডাটা সফট সিইও মাঞ্জুর মাহবুব, সার্কেল ফিনটেক প্রতিষ্ঠাতা রেদোয়ান উল আনসারী, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট সিইও সৈয়দ মোহাম্মাদ ওমর তাইয়্যুব, ফার্মার্স মার্কেট এশিয়া প্রতিষ্ঠাতা সৌরভ ইসলাম ও আমার পে সিইও তারিকুল ইসলাম চৌধুরী।

রাষ্ট্রীয় ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ, প্রাক্তন এম ডি ব্যাংক এশিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী ছাড়াও ৩০টির বেশি ফিনটেক বিশেষজ্ঞ, গবেষক এবং উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে জানানো হয়, প্রতিভাবান এবং তরুণ ফিনটেক অনুরাগীরা যেনো ব্যবসায় বিকেশে উদ্ভাবনী এবং টেকসই ফিনটেক সমাধান দিতে পারে সেজন্য হাবটিতে রয়েছেন বিশেষজ্ঞ, বিনিয়োগকারী এবং নীতি নির্ধারকেরা। তাদের সহযোগিতায় তরুণ ফিনটেক প্রতিষ্ঠাতারা সহজেই তাদের ধারণা এবং উদ্যোগগুলি পরীক্ষা এবং রোল আউট করার সুযোগ পাবেন নতুন প্লাটফর্মের মাধ্যমে।

সংবাদটি পঠিত হয়েছে: ৬১ বার