নকিয়ার রিমুভেবল ব্যাটারির ফোন
প্রকাশ: ২৫ মার্চ, ২০২৩, ১১:১৬
অন্যান্য স্পেসিফিকেশনের মতো খুব গুরুত্বপূর্ণ ফোনের ব্যাটারি। তবে ফোনটির ব্যাটারি রিমুভ করা যায়। আর এটি একবার চার্জ দিয়ে যাতে টানা দিনভর স্মার্টফোন ব্যবহার করা যায় তার জন্য এতে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ক্যাপাসিটি থাকছে। সঙ্গে চার্জিংয়ের জন্য মিলবে ১০ ওয়াট চার্জিং সাপোর্ট।
অ্যানড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চালিত নকিয়ার একটি সাশ্রয়ী দামের ফোন আনল এইচএমডি গ্লোবাল। মডেল নকিয়া সি১২। স্মার্টফোনটির ব্যাটারি রিমুভেবল। অর্থাৎ ব্যাটারি খারাপ হলে নিজে নিজেই বদলানো যাবে।
ফোনটিতে রয়েছে ৬.৩ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লেতে ৭২০x১৬০০ পিক্সেল রেজুলেশন পাওয়া যাবে। ফোনটি পরিচালনার জন্য রয়েছে-অক্টোকোর ইউনিসক এসসি৯৮৬৩এ১ প্রসেসর। অতিরিক্ত স্টোরেজের জন্য ২ জিবি ভার্চুয়াল র্যামও ভরা যাবে ফোনে।
ইন্টারনাল স্টোরেজ রয়েছে ৬৪ জিবি। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে যা বাড়িয়ে নিতে পারবেন। ফোনে অপারেটিং সিস্টেম পাওয়া যাবে অ্যানড্রয়েড ১২ গো এডিশন। এই সফটওয়্যারের উপর ২ বছর সিকিউরিটি আপডেট দেওয়ার ঘোষণা করেছে নকিয়া।
অন্যান্য স্পেসিফিকেশনের মতো খুব গুরুত্বপূর্ণ ফোনের ব্যাটারি। তবে ফোনটির ব্যাটারি রিমুভ করা যায়। আর এটি একবার চার্জ দিয়ে যাতে টানা দিনভর স্মার্টফোন ব্যবহার করা যায় তার জন্য এতে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ক্যাপাসিটি থাকছে। সঙ্গে চার্জিংয়ের জন্য মিলবে ১০ ওয়াট চার্জিং সাপোর্ট।
নকিয়া সি১২ প্রো স্মার্টফোনের প্রাইমারি ক্যামেরা থাকছে ৮ মেগাপিক্সেল সেন্সর সঙ্গে এলইডি ফ্ল্যাশ সাপোর্ট। সেলফির জন্য ফ্রন্টে উপস্থিত ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ধুলা-বালি থেকে স্মার্টফোন সুরক্ষিত রাখার জন্য আইপি৫২ রেটিং পাওয়া যাবে হ্যান্ডসেটে।
সংবাদটি পঠিত হয়েছে: ৭৬ বার
সম্পর্কিত পোস্ট
মুখোমুখি

ব্রডব্যান্ড ইন্টারনেট ইকুইপমেন্টে ভ্যাট, ট্যাক্সের করবোঝা নামাতে হবে
সময়ের পালা-বদলে বাংলাদেশ এখন ডিজিটাল যুগ পেরিয়ে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের পর স্বল্পোন্নত আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হবে বাংলাদেশ। বাংলাদেশের এ অগ্রযাত্রায় সরকারের পাশাপাশি বেসরকারি তথ্যপ্রযুক্তি খাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।