কম দামের স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা
প্রকাশ: ২৬ মার্চ, ২০২৩, ১১:৫৫
ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এর সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেন্সর।
অ্যানড্রয়েড ১২ বেসড হাইওএস ১২.৬ অপারেটিং সিস্টেমে চালিত একটি ফোন বাজারে নিয়ে এসেছে টেকনো। মডেল টেকনো স্পার্ক ১০ প্রো। এই ফোনের বিশেষত্ব হলো এতে রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। মেইন ক্যামেরা ৫০ মেগাপিক্সেলের।
টেকনো স্পার্ক ১০ প্রো ফোনের প্রথম ভেরিয়েন্ট ৬ ও ৮ জিবি র্যাম ভার্সনে পাওয়া যাবে। স্টোরেজ ১২৮ জিবি। ডিভাইসটিতে রয়েছে এই ফোনে রয়েছে ৬.৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি স্ক্রিন। যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই ফোনের ইনবিল্ট র্যামের পরিমাণ ৮ জিবি। তার সঙ্গে রয়েছে ৮ জিবি ভার্চুয়াল র্যাম।
এই ফোনের ইনবিল্ট স্টোরেজের পরিমাণ ১২৮ জিবি। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।
ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এর সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেন্সর।
সংবাদটি পঠিত হয়েছে: ৫৯ বার
সম্পর্কিত পোস্ট
মুখোমুখি

ব্রডব্যান্ড ইন্টারনেট ইকুইপমেন্টে ভ্যাট, ট্যাক্সের করবোঝা নামাতে হবে
সময়ের পালা-বদলে বাংলাদেশ এখন ডিজিটাল যুগ পেরিয়ে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের পর স্বল্পোন্নত আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হবে বাংলাদেশ। বাংলাদেশের এ অগ্রযাত্রায় সরকারের পাশাপাশি বেসরকারি তথ্যপ্রযুক্তি খাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।