ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ২৬ মার্চ, ২০২৩, ০৪:৫৬
Card image cap
ছবি:

স্বাধীনতা দিবসে আগের বছরগুলোতেও স্মারক ডাকটিকিট, খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন সরকার প্রধান। ডাকটিকিট অবমুক্ত করার আগে ভোরে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টেকওয়ার্ল্ড প্রতিনিধি

মহান স্বাধীনতা দিবসে নতুন একটি ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার গণভবনে এই স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর নিয়ে যান ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। সেগুলোতে সই করে অবমুক্ত করেন প্রধানমন্ত্রী।

এসময় ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোরশেদ জামান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. হারুনুর রশীদ (অতিরিক্ত দায়িত্ব) প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বাধীনতা দিবসে আগের বছরগুলোতেও স্মারক ডাকটিকিট, খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন সরকার প্রধান। ডাকটিকিট অবমুক্ত করার আগে ভোরে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবাদটি পঠিত হয়েছে: ৬৮ বার

সম্পর্কিত পোস্ট