রেডমি ওয়াচ থ্রি আনলো শাওমি
প্রকাশ: ২৬ মার্চ, ২০২৩, ০৬:৩৯
ডিভাইসটিতে ১২০টি স্পোর্টস মোড রয়েছে, যার মধ্যে আউটডোর রান, সাইকেল চালানো এবং সাঁতার কাটা ইত্যাদি। হেলথ ফিচার হিসেবে এই ঘড়িতে ব্লাড অক্সিজেন ট্র্যাকার, হার্ট রেট ট্র্যাকার এবং স্লিপ মনিটর দেওয়া হয়েছে। এই ঘড়িটিতে একটি ২৮৯ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। যাতে আপনি ১২ দিনের ব্যাকআপ পেয়ে যাবেন।
রেডমি সিরিজের নতুন স্মার্টওয়াচ আনল চীনের প্রযুক্তিপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান শাওমি। মডেল রেডমি ওয়াচ থ্রি। স্মার্টওয়াচটির ওজন ৩৭ গ্রাম। এতে একটি ১.৭৫ ইঞ্চির রাউন্ড অ্যামোলিড ডিসপ্লে। যা দেখতে অনেকটাই অ্যাপল ওয়াচের মতোই।
ডিভাইসটিতে ১২০টি স্পোর্টস মোড রয়েছে, যার মধ্যে আউটডোর রান, সাইকেল চালানো এবং সাঁতার কাটা ইত্যাদি। এছাড়াও রেডমি ওয়াচ ৩ মডেলে ব্লুটুথ কলিং পাওয়া যায়।
স্মার্টওয়াচটিতে একটি সিলিকন স্ট্র্যাপ দেওয়া হয়েছে।এতে আপনি ব্লুটুথ কলিং ফিচারও পেয়ে যাবেন। এছাড়াও এতে ইমার্জেন্সি কলিংয়ের ফিচার রয়েছে।
এতে একটি জিএনএসএস চিপ রয়েছে, যা বাইদু, জিপিএস, গ্লোনাসসহ বেশ কিছু স্যাটেলাইটের অবস্থান দেখিয়ে দেবে।
হেলথ ফিচার হিসেবে এই ঘড়িতে ব্লাড অক্সিজেন ট্র্যাকার, হার্ট রেট ট্র্যাকার এবং স্লিপ মনিটর দেওয়া হয়েছে। এই ঘড়িটিতে একটি ২৮৯ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। যাতে আপনি ১২ দিনের ব্যাকআপ পেয়ে যাবেন।
নতুন রেডমি ওয়াচে ৩৯০×৪৫০ পিক্সেল রেজুলেশন মিলবে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৬০ হার্জ।
রেডমি ওয়াচ ৩ জল প্রতিরোধের জন্য একটি ৫ এটিএম রেটিং রয়েছে এবং অ্যানড্রয়েড ৬.০ বা আইওএস ১২ সব ডিভাইসের সঙ্গে কানেক্ট করা যাবে।
নতুন স্মার্টওয়াচটি চারটি ভিন্ন ভিন্ন রঙে কেনা যাবে।
সংবাদটি পঠিত হয়েছে: ৬০ বার
সম্পর্কিত পোস্ট
মুখোমুখি

ব্রডব্যান্ড ইন্টারনেট ইকুইপমেন্টে ভ্যাট, ট্যাক্সের করবোঝা নামাতে হবে
সময়ের পালা-বদলে বাংলাদেশ এখন ডিজিটাল যুগ পেরিয়ে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের পর স্বল্পোন্নত আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হবে বাংলাদেশ। বাংলাদেশের এ অগ্রযাত্রায় সরকারের পাশাপাশি বেসরকারি তথ্যপ্রযুক্তি খাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।