৫০ লাখ টাকার অনুদান পাচ্ছে বঙ্গবন্ধু অ্যারোনটিক্যাল বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ২৫ মে, ২০২৩, ১২:৪৪
Card image cap
ছবি: সংগৃহীত

স্মার্ট বাংলাদেশ গড়তে আমার কোলাবরেটিভ উদ্যোগ নিয়েছি। এর ধারাবাহিকতায় দেশে তৈরি রকেট তিন কিলোমিটার পর্যন্ত উৎক্ষেপণ করতে সক্ষম হয়েছে। ১০ কেজি ওজন ব্যবহারে সক্ষম ড্রোন বানানো সম্ভব হয়েছে। এবার লালমনিরহাটেই পিকো স্যাটেলাইট তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। উদ্যোগ বাস্তবায়নে সেখানে ‘ক্লিন রুম’ স্থাপনের জন্য ৫০ লাখ টাকা অনুদান দেয়া হবে।

টেকওয়ার্ল্ড প্রতিনিধি

আত্ম নির্ভরশীল স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানিয়ে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সরকার, বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থী সবাইকে নিয়ে এগিয়ে চলছে বাংলাদেশ। এরই প্রকাশ বিভিন্ন ইনোভেশন চ্যালেঞ্জ। 

তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে আমার কোলাবরেটিভ উদ্যোগ নিয়েছি। এর ধারাবাহিকতায় দেশে তৈরি রকেট তিন কিলোমিটার পর্যন্ত উৎক্ষেপণ করতে সক্ষম হয়েছে। ১০ কেজি ওজন ব্যবহারে সক্ষম ড্রোন বানানো সম্ভব হয়েছে। এবার লালমনিরহাটেই পিকো স্যাটেলাইট তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। উদ্যোগ বাস্তবায়নে সেখানে ‘ক্লিন রুম’ স্থাপনের জন্য ৫০ লাখ টাকা অনুদান দেয়া হবে।

বৃহস্পতিবার (২৫ মে) রাজধানীর বিএফ শাহীন হলে এসপায়ার টু ইনোভেট আয়োজিত ইনোভেশন চ্যালেঞ্জে ২০২২ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা সারা বিশ্ব থেকে শিখবো, সবার সঙ্গে মিলে চলবো। কিন্তু আমাদের প্রত্যেকটি জিনিস নিজেদের থাকতে হবে। দেশেই সব প্রযুক্তির পণ্য ও সেবা তৈরি করতে সক্ষম হবো। এমন উদ্ভাবন আমাদের সময় ও খরচ কমাবে। 

অনুষ্ঠানের শুরুতেই একটি উপস্থাপনা দেন নীতি এটুআই উপদেষ্টা আনীর চৌধুরী।     

এটুআই প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মাদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুল হামিদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান বক্তব্য দেন।

অন্যান্যের মধ্যে এটুআই ইনোভেশন ফান্ড প্রধান নাঈম আশরাফী, বাণিজ্যিক সম্ভাবনা বিষয়ক পরামর্শক মাহতাব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি পঠিত হয়েছে: ৪৬ বার