ডিজিটাল বাংলাদেশ দিবস ১২ ডিসেম্বর
প্রকাশঃ ০৭:১০ মিঃ, নভেম্বর ২৬, ২০১৮
ডিজিটাল বাংলাদেশ দিবস ১২ ডিসেম্বর
প্রতিবছরের ১২ ডিসেম্বর জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস এর পরিবর্তে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপনের প্রস্তাব অনুমোদন হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২৬ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ প্রস্তাব অনুমোদন হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ১২ ডিসেম্বর ছিল ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস’। এই দিবসের নাম পরিবর্তন করে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ করার প্রস্তাব পাস হয়েছে।
গত বছরের ২৭ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে প্রতিবছর ১২ ডিসেম্বরকে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব পাস হয়। দিবসটি মন্ত্রিপরিষদ বিভাগের এ সংক্রান্ত ‘খ’ ক্রমিকে অন্তর্ভুক্তকরণের প্রস্তাব অনুমোদন করেছিল মন্ত্রিসভা।
এরপর গতবছরই প্রথম আইসিটি বিভাগ এই দিবসটি নানা আয়োজনে পালন করেছিল।
সংবাদটি পঠিত হয়েছেঃ ১৬৫৮ বার
সম্পর্কিত পোস্ট
মুখোমুখি

উদ্ভাবন মেধাসত্বের মাধ্যমে সুরক্ষতি রাখতে হবে, মোস্তাফা জব্বার
ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, উদ্ভাবনের নিরাপওা মেধাসত্বের প্রতি গুরুত্বারোপ করে বলেন, ইনোভেশন যতই করা হোক না কেন তাকে মেধাসত্বের মাধ্যমে সুরক্ষতি রাখতে হবে। আর মেধাসত্বের শুধু জাতীয় র্পযায়ইে না বরং আন্তর্জাতিক র্পযায়ওে সংরক্ষণ করতে হবে।আমাদের উদ্ভবনগুলো আন্তর্জাতিক পেটেন্টের মাধ্যমে নিরাপদ রাখা দরকার ।
প্যানেলে আলোচনায় দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের