টেলিফোনে লটারির ফাঁদ, বিটিসিএলের সতর্কতা
প্রকাশ: ১০:৫৮ মিঃ, ডিসেম্বর ৪, ২০১৮
টেলিফোনে লটারির ফাঁদ, বিটিসিএলের সতর্কতা
দেশের বিভিন্ন স্থানে টেলিফোনে কল করে লটারিতে গাড়ি-বাড়ি ও ফ্ল্যাটসহ মূল্যবান পুরস্কার জেতার খবর দিয়ে গ্রাহকদের অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে একটি সংঘবদ্ধ চক্র। এ চক্রের হাত থেকে সাবধান থাকতে সতর্ক করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।
সংস্থার জেনারেল ম্যানেজার (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ সোমবার (০৩ ডিসেম্বর) জানিয়েছেন, সম্প্রতি চট্টগ্রামসহ কয়েকটি এলাকায় বিটিসিএলের টেলিফোনে কল করে লটারিতে গাড়ি অথবা অন্য কোনো মূল্যবান পুরস্কার জিতেছেন বলে আমাদের সম্মানিত গ্রাহকদের বিভ্রান্ত করা হচ্ছে। এক বা একাধিক চক্র টাকা হাতিয়ে নেয়ারও চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।
বিটিসিএলের পক্ষ থেকে গ্রাহকদের সতর্ক করে আরো বলা হয়, সম্মানিত গ্রাহকদের এ ধরনের লটারি জেতার মিথ্যা প্রলোভনে বিভ্রান্ত না হয়ে সতর্কতার সাথে বিষয়টি এড়িয়ে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
সংবাদটি পঠিত হয়েছে: ৩৭৫৮ বার
সম্পর্কিত পোস্ট
মুখোমুখি

ব্রডব্যান্ড ইন্টারনেট ইকুইপমেন্টে ভ্যাট, ট্যাক্সের করবোঝা নামাতে হবে
সময়ের পালা-বদলে বাংলাদেশ এখন ডিজিটাল যুগ পেরিয়ে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের পর স্বল্পোন্নত আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হবে বাংলাদেশ। বাংলাদেশের এ অগ্রযাত্রায় সরকারের পাশাপাশি বেসরকারি তথ্যপ্রযুক্তি খাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।