খিলগাঁও এক্সচেঞ্জের ‘৭২৫’ গ্রুপের নম্বর পরিবর্তন হচ্ছে
প্রকাশ: ০৩:৪৯ মিঃ, ডিসেম্বর ১১, ২০১৮
খিলগাঁও এক্সচেঞ্জের ‘৭২৫’ গ্রুপের নম্বর পরিবর্তন হচ্ছে
কারিগরি কারণে রাজধানীর খিলগাঁও টেলিফোন এক্সচেঞ্জের ‘৭২৫’ গ্রুপের টেলিফোনগুলো আগামী ১৭ ডিসেম্বর (সোমবার) থেকে পর্যায়ক্রমে ‘৪৭২১’ গ্রুপের আট ডিজিটের নম্বরে রূপান্তর কাজ শুরু হবে।
বিটিসিএল’র জেনারেল ম্যানেজার (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ মঙ্গলবার (১১ ডিসেম্বর) জানান, গ্রাহকদের প্রতিটি নম্বর পরিবর্তনের সঙ্গে সঙ্গে টেলিফোনে পরিবর্তীত নম্বর জানানো হবে।
এছাড়া নম্বর পরিবর্তন সম্পর্কে জানতে গ্রাহকদেরকে বিটিসিএলের কল সেন্টার ‘১৬৪০২’ তে অথবা অফিস চলাকালে ০২-৫৫১২০০১০ এবং ০২-৪৭২১১১৭৭ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছে কর্তৃপক্ষ।
পুরনো ও নতুন নম্বরের তালিকা বিটিসিএলের অফিসিয়াল ওয়েবসাইটে (www.btcl.com.bd) দেওয়া হয়েছে।
সংবাদটি পঠিত হয়েছে: ৩৭২৯ বার
সম্পর্কিত পোস্ট
মুখোমুখি

ব্রডব্যান্ড ইন্টারনেট ইকুইপমেন্টে ভ্যাট, ট্যাক্সের করবোঝা নামাতে হবে
সময়ের পালা-বদলে বাংলাদেশ এখন ডিজিটাল যুগ পেরিয়ে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের পর স্বল্পোন্নত আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হবে বাংলাদেশ। বাংলাদেশের এ অগ্রযাত্রায় সরকারের পাশাপাশি বেসরকারি তথ্যপ্রযুক্তি খাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।