খিলগাঁও এক্সচেঞ্জের ‘৭২৫’ গ্রুপের নম্বর পরিবর্তন হচ্ছে

প্রকাশ: ০৩:৪৯ মিঃ, ডিসেম্বর ১১, ২০১৮
Card image cap
ছবি:

খিলগাঁও এক্সচেঞ্জের৭২৫গ্রুপের নম্বর পরিবর্তন হচ্ছে

টেকওয়ার্ল্ড প্রতিনিধি

কারিগরি কারণে রাজধানীর খিলগাঁও টেলিফোন এক্সচেঞ্জের ‘৭২৫’ গ্রুপের টেলিফোনগুলো আগামী ১৭ ডিসেম্বর (সোমবার) থেকে পর্যায়ক্রমে ‘৪৭২১’ গ্রুপের আট ডিজিটের নম্বরে রূপান্তর কাজ শুরু হবে।

বিটিসিএল’র জেনারেল ম্যানেজার (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ মঙ্গলবার (১১ ডিসেম্বর) জানান, গ্রাহকদের প্রতিটি নম্বর পরিবর্তনের সঙ্গে সঙ্গে টেলিফোনে পরিবর্তীত নম্বর জানানো হবে।

এছাড়া নম্বর পরিবর্তন সম্পর্কে জানতে গ্রাহকদেরকে বিটিসিএলের কল সেন্টার ‘১৬৪০২’ তে অথবা অফিস চলাকালে ০২-৫৫১২০০১০ এবং ০২-৪৭২১১১৭৭ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছে কর্তৃপক্ষ।

পুরনো ও নতুন নম্বরের তালিকা বিটিসিএলের অফিসিয়াল ওয়েবসাইটে (www.btcl.com.bd) দেওয়া হয়েছে।

সংবাদটি পঠিত হয়েছে: ৩৭২৯ বার