বাজারে এলো নতুন মডেলের এলজি গেমিং মনিটর
প্রকাশঃ ১১:০১ মিঃ, এপ্রিল ১৬, ২০১৮
এলজি নিয়ে এলো সর্ম্পূণ নতুন ৩২জিকে৮৫০ মডেলের মনিটর। ভিএ প্যানেল টাইপের মনিটরটির রেজুলেশন ২৫৬০*১৪৪০ কিউএইচডি এবং ভিউইং এঙ্গেল ১৭৮/১৭৮।
৩২ ইঞ্চির থ্রি সাইড আল্ট্রা-স্লিম বেজল মনিটরটি স্ফেরি লাইটিং টেকনোলজি সমৃদ্ধ। এছাড়াও এতে রয়েছে এনভিডিয়া জি-সিঙ্ক টেকনোলজি হাইট. পিভট এবং এডজাস্টেবল সুইভেল যার রিফ্রেশ রেট ১৪৪ হার্জ এবং ওভার ক্লক ১৬৫ হার্জ। পাশাপাশি এতে রয়েছে এইচডিএমআই, ইউএসবি ৩.০ এবং ডিসপ্লে পোর্ট। আকর্ষণীয় ফিচার সমৃদ্ধ গেমিং মনিটরটির মূল্য ৯৩,০০০ টাকা।
মনিটরটি কিনতে বা যেকোন তথ্য জানতে যোগাযোগ করুন গ্লোবাল ব্র্যান্ডের যেকোন শাখায় অথবা ফোন করুন ০১৯৭৭৪৭৬৫৪৩, ০১৯৬৯৬৩৩২৯১ নম্বরে।
সংবাদটি পঠিত হয়েছেঃ ৩৪৮৬ বার
সম্পর্কিত পোস্ট
মুখোমুখি

উদ্ভাবন মেধাসত্বের মাধ্যমে সুরক্ষতি রাখতে হবে, মোস্তাফা জব্বার
ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, উদ্ভাবনের নিরাপওা মেধাসত্বের প্রতি গুরুত্বারোপ করে বলেন, ইনোভেশন যতই করা হোক না কেন তাকে মেধাসত্বের মাধ্যমে সুরক্ষতি রাখতে হবে। আর মেধাসত্বের শুধু জাতীয় র্পযায়ইে না বরং আন্তর্জাতিক র্পযায়ওে সংরক্ষণ করতে হবে।আমাদের উদ্ভবনগুলো আন্তর্জাতিক পেটেন্টের মাধ্যমে নিরাপদ রাখা দরকার ।
প্যানেলে আলোচনায় দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের