ফেসবুকে প্রধানমন্ত্রী পরিবারের ভুয়া আইডি খুলে প্রতারণা, আটক ৫
প্রকাশঃ ০২:৫৮ মিঃ, জানুয়ারি ১৭, ২০১৯
ফেসবুকে প্রধানমন্ত্রী পরিবারের ভুয়া আইডি খুলে প্রতারণা, আটক ৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের অন্যান্য সদস্যসহ বিভিন্ন জাতীয় নেতাদের নামে ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারণার অভিযোগ পাঁচজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
বুধবার (১৬ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, আটকরা ভুয়া অ্যাকাউন্ট খুলে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করে আসছিল। এছাড়া তারা ফেসবুকে গুজব ছড়ানোর পাশাপাশি ভুয়া, উস্কাকিমূলক ও রাষ্ট্রবিরোধী প্রচারণা চালিয়ে আসছিল।
সংবাদটি পঠিত হয়েছেঃ ৩৬০৮ বার
সম্পর্কিত পোস্ট
মুখোমুখি

ডিজিটাল নিরাপত্তায় দক্ষতা আবশ্যক: মোস্তাফা জব্বার
আইন শৃ্ঙ্খলা বাহিনীর ডিজিটাল নিরাপত্তা সেবাদাতা সদস্যের সংখ্যা অপ্রতুল। নিরাপদ ইন্টারনেট থেকে শুরু করে ডিজিটাল নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর আরও দক্ষতা প্রয়োজন।
ডিজিটাল বাংলাদেশে প্রতিনিয়ত স্মার্ট ডিভাইস আর ইন্টারনেট ভোক্তার সংখ্যা বাড়ছে। সাথে বাড়ছে ডিজিটাল অপরাধের সংখ্যাও।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) আয়োজিত ‘সে