ডেল এর ইন্সপায়রন সিরিজের কোর আই ৭ ল্যাপটপ বাজারে

প্রকাশ: ০১:০৫ মিঃ, ফেব্রুয়ারি ২, ২০১৯
Card image cap

ডেল এর ইন্সপায়রন সিরিজের কোর আই ল্যাপটপ বাজারে

টেকওয়ার্ল্ড প্রতিনিধি

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ বাজারে নিয়ে এসেছে ডেল ইন্সপায়রন ১৩-৭৩৭০ মডেলের নতুন ল্যাপটপ। ইন্টেল ৮ম জেনারেশনের কোর আই ৭ প্রসেসর সম্পন্ন এই ল্যাপটপে রয়েছে ১৬ জিবি ডিডিআর ৪ র‌্যাম, ২৫৬ জিবি এসএসডি, ইন্টেল আল্ট্রা এইচডি গ্রাফিক্স, ১৩.৩ ইঞ্চি ফুল এইডি এলইডি ডিসপ্লে, ব্যাকলিট কীবোর্ড এবং ডিজিটাল মাইক্রোফোন সহ ইন্টিগ্রেটেড ওয়াইডস্ক্রীন এইচডি ক্যামেরা। ল্যাপটপটিতে অরিজিনাল উইন্ডোজ ১০ হোম ৬৪ বিট অপারেটিং সিস্টেম দেয়া আছে। আকর্ষনীয় ক্যারি কেস এবং ২ বছরের বিক্রয়োত্তর সেবাসহ মূল্য ১২৯৬০০ টাকা। বিস্তারিত: ০১৭৭৭৭৩৪১৬৫।

 

সংবাদটি পঠিত হয়েছে: ৩৬২১ বার