“টেক- মাহিদ্রা” বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করছে-পলক”
প্রকাশঃ ১০:৪৩ মিঃ, মার্চ ১১, ২০১৯.jpg)
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলস্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে(MWC)টেক মাহিন্দ্রা এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সিপি গুরনানির সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।বৈঠককালে আইসিটি প্রতিমন্ত্রীবাংলাদেশের বর্তমান তথ্যপ্রযুক্তি তথা ডিজিটাল বাংলাদেশের অগ্রগতি বিষয়েতাকে বিস্তারিত ভাবে অবহিত করেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলস্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে(MWC)টেক মাহিন্দ্রা এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সিপি গুরনানির সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।বৈঠককালে আইসিটি প্রতিমন্ত্রীবাংলাদেশের বর্তমান তথ্যপ্রযুক্তি তথা ডিজিটাল বাংলাদেশের অগ্রগতি বিষয়েতাকে বিস্তারিত ভাবে অবহিত করেন।
জনাব পলক গত ১০ বছরে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গৃহীত বিভিন্ন কার্যক্রম, বিশেষ করে আইসিটি খাতে বিনিয়োগকারীদের জন্য হাইটেক পার্ক স্থাপন, আইটি সরঞ্জামাদি আমদানি-রফতানির উপর শুল্ক হ্রাস/প্রত্যাহারসহ গৃহীত বিভিন্ন বিষয়ে অবহিত করেন। পলক গুরনানিকে বাংলাদশে প্রযুক্তি খাতের সার্বিক অগ্রগতি বিষয়েআলচনা করেন, দেশে এই খাতটি দ্রুত ও ক্রমবর্ধমান হিসেবে বিশ্বের কাছে ইতোমধ্যেই পরিচয় লাভ করেছে। তাই বাংলাদেশে আইসিটি খাতে টেক মাহিদ্রাকে বিনিয়োগের অনুরোধ জানান।
সেই আহবান ফলপ্রসূ হয়েছে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন পলক। অচিরেই প্রতিষ্ঠানটি বাংলাদেশে বিনিয়োগ করবে বলে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকের আগে পলক মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ঘুরে বিভিন্ন প্রযুক্তিগত উদ্ভাবন দেখেন। সেখানে ভতিষ্যতে রোবটিক্সে কী ধরনের পরিবর্তন আসতে পারে তা অবলোকনকরেনজেডটিইর রোবট প্রদর্শনীতে। সেখানে রোবট হাতে পিয়ানো, ড্রাম বাজানো তিনি পত্যক্ষ করেন।
দেশের স্টার্টআপদের বিভিন্ন ধরনের সুবিধা দিতে সম্প্রতি জনাব পলক যুক্তরাষ্ট্র সফরে বেশ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছেন । এছাড়াও তিনি দেশের স্টার্টআপগুলোকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিনিয়োগ পেতে সহায়তা করতে পারে এমন প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও সমঝোতা চুক্তি করেছেন।বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে যোগ দিতে তিনি স্পেন সফর করছেন।
সংবাদটি পঠিত হয়েছেঃ ৩০১১ বার
সম্পর্কিত পোস্ট
মুখোমুখি

উদ্ভাবন মেধাসত্বের মাধ্যমে সুরক্ষতি রাখতে হবে, মোস্তাফা জব্বার
ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, উদ্ভাবনের নিরাপওা মেধাসত্বের প্রতি গুরুত্বারোপ করে বলেন, ইনোভেশন যতই করা হোক না কেন তাকে মেধাসত্বের মাধ্যমে সুরক্ষতি রাখতে হবে। আর মেধাসত্বের শুধু জাতীয় র্পযায়ইে না বরং আন্তর্জাতিক র্পযায়ওে সংরক্ষণ করতে হবে।আমাদের উদ্ভবনগুলো আন্তর্জাতিক পেটেন্টের মাধ্যমে নিরাপদ রাখা দরকার ।
প্যানেলে আলোচনায় দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের