তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডস্ এর রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রকাশঃ ০২:৫৯ মিঃ, এপ্রিল ২, ২০১৯
বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডস্ এর রাষ্ট্রদূত Harry Verweij আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে তাঁর আগারগাও¯’ আইসিটি টাওয়ার অফিসে সাক্ষাৎ করেন।
বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডস্ এর রাষ্ট্রদূত Harry Verweij আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে তাঁর আগারগাও¯’ আইসিটি টাওয়ার অফিসে সাক্ষাৎ করেন। এ সময় তারা দুই দেশের পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশেষ করে তথ্যপ্রযুক্তি খাতের চলমান অগ্রগতি, আইসিটি খাতে বিনিয়োগ সম্ভাবনা, প্রযুক্তি হস্তান্তর, স্টার্টআপ তৈরির সংস্কৃতি গড়ে তুলতে সহযোগিতা প্রদান করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও বাংলাদেশ-নেদারল্যান্ডস ডিজিটাল ইনভেস্টমেন্ট সামিট আয়োজনের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়।
আইসিটি প্রতিমন্ত্রী বলেন নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গ্রামকে শহরে রুপান্তরিত করার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে। তিনি তৃণমূল পর্যায় পর্যন্ত ডিজিটাল সেবা পৌছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত বিভিন্ন কর্মসূচি, তথ্য ও প্রযুক্তি বিভাগের উদ্যোগে বাস্তবায়নাধীন হাই-টেক পার্ক, ইনফো সরকার ৩য় পর্যায় প্রকল্প, ডাটা সেন্টার, স্টার্টআপ প্রকল্পসহ আইসিটি সেক্টরের চলমান কার্যক্রম রাষ্টদূতকে অবহিত করেন। তিনি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আইসিটি খাতে নেদারল্যান্ডস সরকারের সহযোগিতার কামনা করেন।
রাষ্ট্রদূত বলেন অল্প সময়ে বাংলাদেশের আইসিটি খাত অনেক এগিয়ে গেছে। আগামী দিনগুলোতে আরো এগিয়ে যাবে । ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নেদারল্যান্ডস সরকার বাংলাদেশের সাথে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সংবাদটি পঠিত হয়েছেঃ ৩৪৭৪ বার
সম্পর্কিত পোস্ট
মুখোমুখি

ডিজিটাল নিরাপত্তায় দক্ষতা আবশ্যক: মোস্তাফা জব্বার
আইন শৃ্ঙ্খলা বাহিনীর ডিজিটাল নিরাপত্তা সেবাদাতা সদস্যের সংখ্যা অপ্রতুল। নিরাপদ ইন্টারনেট থেকে শুরু করে ডিজিটাল নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর আরও দক্ষতা প্রয়োজন।
ডিজিটাল বাংলাদেশে প্রতিনিয়ত স্মার্ট ডিভাইস আর ইন্টারনেট ভোক্তার সংখ্যা বাড়ছে। সাথে বাড়ছে ডিজিটাল অপরাধের সংখ্যাও।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) আয়োজিত ‘সে