স্মার্ট টিভির ভাইরাস পরীক্ষার তাগাদা দিল স্যামসাং

প্রকাশ: ১০:৫২ মিঃ, জুন ১৯, ২০১৯
Card image cap
ছবি:

স্মার্ট টিভিতে ম্যালওয়্যার আক্রমণের শঙ্কা থাকায় নিজেদের ইন্টারনেট সুবিধাযুক্ত কিউএলইডি টিভি ব্যবহারকারীদের নিয়মিত ভাইরাস পরীক্ষা করার পরামর্শ দিয়েছে স্যামসাং।

টেকওয়ার্ল্ড প্রতিনিধি

স্মার্ট টিভিতে ম্যালওয়্যার আক্রমণের শঙ্কা থাকায় নিজেদের ইন্টারনেট সুবিধাযুক্ত কিউএলইডি টিভি ব্যবহারকারীদের নিয়মিত ভাইরাস পরীক্ষা করার পরামর্শ দিয়েছে স্যামসাং। কিভাবে ভাইরাস পরীক্ষা করতে হবে সে বিষয়ে নিজেদের যুক্তরাষ্ট্রভিত্তিক টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিওও পোস্ট করেছে তারা। ব্যবহারকারীদের সাইবার হামলা থেকে সতর্ক করতেই এ উদ্যোগ।

এর আগে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, দূর থেকে ম্যালওয়্যার আক্রমণ চালিয়ে গোপনে স্মার্ট টিভির মাইক্রোফোন চালু করে চারপাশের আওয়াজ শুনতে পারে হ্যাকাররা। ফলে স্মার্ট টিভির সামনে ব্যক্তিগত বা গোপনীয় কথা বললে সেগুলো তৃতীয় পক্ষের কাছে চলে যেতে পারে।

সূত্র : কালের কণ্ঠ


সংবাদটি পঠিত হয়েছে: ১৬৭৮ বার