স্মার্ট টিভির ভাইরাস পরীক্ষার তাগাদা দিল স্যামসাং
প্রকাশ: ১০:৫২ মিঃ, জুন ১৯, ২০১৯
স্মার্ট টিভিতে ম্যালওয়্যার আক্রমণের শঙ্কা থাকায় নিজেদের ইন্টারনেট সুবিধাযুক্ত কিউএলইডি টিভি ব্যবহারকারীদের নিয়মিত ভাইরাস পরীক্ষা করার পরামর্শ দিয়েছে স্যামসাং।
স্মার্ট টিভিতে ম্যালওয়্যার আক্রমণের শঙ্কা থাকায় নিজেদের ইন্টারনেট সুবিধাযুক্ত কিউএলইডি টিভি ব্যবহারকারীদের নিয়মিত ভাইরাস পরীক্ষা করার পরামর্শ দিয়েছে স্যামসাং। কিভাবে ভাইরাস পরীক্ষা করতে হবে সে বিষয়ে নিজেদের যুক্তরাষ্ট্রভিত্তিক টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিওও পোস্ট করেছে তারা। ব্যবহারকারীদের সাইবার হামলা থেকে সতর্ক করতেই এ উদ্যোগ।
এর আগে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, দূর থেকে ম্যালওয়্যার আক্রমণ চালিয়ে গোপনে স্মার্ট টিভির মাইক্রোফোন চালু করে চারপাশের আওয়াজ শুনতে পারে হ্যাকাররা। ফলে স্মার্ট টিভির সামনে ব্যক্তিগত বা গোপনীয় কথা বললে সেগুলো তৃতীয় পক্ষের কাছে চলে যেতে পারে।
সূত্র : কালের কণ্ঠ
সংবাদটি পঠিত হয়েছে: ১৬৭৮ বার
সম্পর্কিত পোস্ট
মুখোমুখি

ব্রডব্যান্ড ইন্টারনেট ইকুইপমেন্টে ভ্যাট, ট্যাক্সের করবোঝা নামাতে হবে
সময়ের পালা-বদলে বাংলাদেশ এখন ডিজিটাল যুগ পেরিয়ে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের পর স্বল্পোন্নত আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হবে বাংলাদেশ। বাংলাদেশের এ অগ্রযাত্রায় সরকারের পাশাপাশি বেসরকারি তথ্যপ্রযুক্তি খাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।