ডি-লিংক রাউটার এর সাথে টি-শার্ট ফ্রি!!!
প্রকাশঃ ০৪:৩১ মিঃ, জুলাই ৫, ২০১৯
দেশীয় বাজারে কম্পিউটার পন্য কেনাবেচায় ডি-লিংক একটি পরিচিত নাম। গ্রীষ্মের এই গরমে ক্রেতাদের জন্য বিশেষ উপহার ঘোষনা করলো বাংলাদেশে এই পন্যের পরিবেশক ইউসিসি।
দেশীয় বাজারে কম্পিউটার পন্য কেনাবেচায় ডি-লিংক একটি পরিচিত নাম। গ্রীষ্মের এই গরমে ক্রেতাদের জন্য বিশেষ উপহার ঘোষনা করলো বাংলাদেশে এই পন্যের পরিবেশক ইউসিসি। বিশ্বখ্যাত ডি-লিংক ব্রান্ডের রাউটার কিনলে দেশের গ্রাহকেরা একটি আকর্ষনীয় টি-শার্ট ফ্রি পাবেন। এই অফারটি শুধুমাত্র ইউসিসি বাজারজাতকৃত ডি-লিংক এর ডিআইআর- ৬১৫ (DIR-615) মডেল রাউটার এর ক্ষেত্রে প্রযোজ্য। “গরমে চরম অফার” শিরোনামে এই অফারটি চলবে ১লা জুলাই থেকে ১০ই আগষ্ট ২০১৯ পর্যন্ত।
উল্লেখ্য সর্বোচ্চ ৩ বছর বিক্রয়োত্তর সেবার মাধ্যমে ইতোমধ্যে ডি-লিংক পন্যের গ্রহন যোগ্যতা গ্রাহকদের নিকট বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ভাঙ্গা, পোড়া অথবা ভেজা অবস্থায় ক্রুটিপূর্ণ পন্যের সেবা দেয়ার নিশ্চয়তা প্রদান করে D-Link পন্যকে গ্রাহকদের নিকট আরও আকর্ষনীয় করে তুলেছে। অফারটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.ucc-bd.com. অথবা ফোন করুনঃ 01833331630, 01844068744
সংবাদটি পঠিত হয়েছেঃ ৩৬৭৪ বার
সম্পর্কিত পোস্ট
মুখোমুখি

ডিজিটাল নিরাপত্তায় দক্ষতা আবশ্যক: মোস্তাফা জব্বার
আইন শৃ্ঙ্খলা বাহিনীর ডিজিটাল নিরাপত্তা সেবাদাতা সদস্যের সংখ্যা অপ্রতুল। নিরাপদ ইন্টারনেট থেকে শুরু করে ডিজিটাল নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর আরও দক্ষতা প্রয়োজন।
ডিজিটাল বাংলাদেশে প্রতিনিয়ত স্মার্ট ডিভাইস আর ইন্টারনেট ভোক্তার সংখ্যা বাড়ছে। সাথে বাড়ছে ডিজিটাল অপরাধের সংখ্যাও।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) আয়োজিত ‘সে