কোরসেয়ার ব্রান্ডের ২৫ বছর পূর্তিতে বিশেষ অফার
প্রকাশ: ০৬:০১ মিঃ, সেপ্টেম্বর ২৮, ২০১৯.jpg)
”বিশ্বখ্যাত আমেরিকান এক্সেসরিজ ব্রান্ড কোরসেয়ার এর ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে”-
বিশ্বখ্যাত আমেরিকান এক্সেসরিজ ব্রান্ড কোরসেয়ার এর ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশের ন্যয় বাংলাদেশেও কোরসেয়ার পন্যে বিশেষ অফার শুরু হয়েছে। কোরসেয়ার এর ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে প্রতিষ্ঠানটির সাউথ এশিয়া কান্ট্রি ম্যানেজার এম এ মান্নান বলেন, আমাদের আজকের এই অবস্থানে পৌঁছাতে যারা আমাদের সহযোগিতা করেছেন, তাদের সকলকে কোরসেয়ার এর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা খুব দৃঢভাবে বিশ্বাস করি যে মার্কেটে সাফল্যের মূলমন্ত্র হচ্ছে প্রচলিত পন্যের চেয়ে শ্রেয়তর পন্য বাজারে প্রতিষ্ঠা করতে পারা। আমরা এই অঞ্চলে আরও বেশি হালনাগাদ পন্য বাজারে ছাড়তে চাই এবং সেগুলোর আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে চাই। কোরসেয়ার এর ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশের যেকোন মার্কেট থেকে ক্রিস্টাল সিরিজ ৬৮০ আরজিবি কেস কিনলেই কাস্টমারগন পাবেন একটি এইচএস৩৫ গেমিং হেডসেট।
বিস্তারিত: ০১৭৫৫৬০৬২৮৯।
সংবাদটি পঠিত হয়েছে: ১৩৯০ বার
সম্পর্কিত পোস্ট
মুখোমুখি

ব্রডব্যান্ড ইন্টারনেট ইকুইপমেন্টে ভ্যাট, ট্যাক্সের করবোঝা নামাতে হবে
সময়ের পালা-বদলে বাংলাদেশ এখন ডিজিটাল যুগ পেরিয়ে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের পর স্বল্পোন্নত আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হবে বাংলাদেশ। বাংলাদেশের এ অগ্রযাত্রায় সরকারের পাশাপাশি বেসরকারি তথ্যপ্রযুক্তি খাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।