থার্মালটেক ও ইউসিসি’র ১৫ বছর উৎযাপন
প্রকাশঃ ১২:০৭ মিঃ, ডিসেম্বর ২১, ২০১৯
গেমিং পিসি কমপোনেন্ট জগতের বিশ্বখ্যাত ব্রান্ড Thermaltake এর সাথে দেশের স্বনাম ধন্য আইটি পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান ইউসিসি তাদের ১৫ বছর ব্যবসায়িক সম্পর্ক উৎযাপন করছে। Thermaltake 15 Years in Bangladesh শিরোনামে নানা মুখি আয়োজন করা হয়েছে ডিসেম্বর মাসের শেষ দুই সপ্তাহ জুড়ে। এই আয়োজনের অংশ হিসেবে আজ থেকে তিন দিন ব্যাপি রোড শো শুরু হয়েছে মালটিপ্ল্যান সি.টি কম্পিউটার মার্কেটে। রোড শো এর উদ্বোধনী অনুষ্ঠানে কেক কাটার মধ্য দিয়ে ১৫ বছর পুর্তি উৎসব শুরু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন BCS এর সাবেক সভাপতি সুব্রত সরকার ইউসিসি’র প্রোডাক্ট ম্যানেজমেন্ট হেড জায়নুস সালেকীন ফাহাদ, সিনিয়র এজিএম মিঃ শাহীন মোল্লা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক গন। উল্লেখ্য তিন দিন ব্যাপি এই রোড শো তে Thermaltake ব্রান্ডের বিভিন্ন পন্য সহ আকর্ষনীয় একটি হাই কনফিগার্ড পিসি সল্যুশন প্রদর্শন করা হয়েছে। যেখানে রয়েছে থার্মালটেক ব্রান্ডের গেমিং চেয়ার, গেমিং টেবিল সহ হাই পারর্ফমেন্স গেমিং পিসির অল কম্পোনেন্ট। রোড শোতে ওয়াটার কুলিং ম্যানেজমেন্ট ট্রেইনিং, কুইজ টাইম, স্পট গেমিং সহ নানা গিভওয়ের আয়োজন রাখা হয়েছে আয়োজনে আগত দর্শনার্থিদের জন্য। রোড শো এর সমাপনী অনুষ্ঠান হবে শনিবার সন্ধ্যায়।
সংবাদটি পঠিত হয়েছেঃ ১৩৯৫ বার
সম্পর্কিত পোস্ট
মুখোমুখি

উদ্ভাবন মেধাসত্বের মাধ্যমে সুরক্ষতি রাখতে হবে, মোস্তাফা জব্বার
ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, উদ্ভাবনের নিরাপওা মেধাসত্বের প্রতি গুরুত্বারোপ করে বলেন, ইনোভেশন যতই করা হোক না কেন তাকে মেধাসত্বের মাধ্যমে সুরক্ষতি রাখতে হবে। আর মেধাসত্বের শুধু জাতীয় র্পযায়ইে না বরং আন্তর্জাতিক র্পযায়ওে সংরক্ষণ করতে হবে।আমাদের উদ্ভবনগুলো আন্তর্জাতিক পেটেন্টের মাধ্যমে নিরাপদ রাখা দরকার ।
প্যানেলে আলোচনায় দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের