এইচপি ল্যাপটপ কিনলেই মিলবে ট্রাভেল ব্যাগ
প্রকাশ: ০১:০৯ মিঃ, জানুয়ারি ২১, ২০২০
২০ জানুয়ারি স্মার্ট টেকনোলজিস (বিডি) লি: এর প্রধান কার্যালয়ে এইচপি ল্যাপটপের কনজ্যুমার প্রমোশন লঞ্চিং শীর্ষক এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এসএম মহিবুল হাসান,ডিরেক্টর-চ্যানেল বিজনেস জাফর আহমেদ এবং ডিরেক্টর-চ্যানেল সেলস মুজাহিদ আল বেরুনী সুজন।
২০ জানুয়ারি স্মার্ট টেকনোলজিস (বিডি) লি: এর প্রধান কার্যালয়ে এইচপি ল্যাপটপের কনজ্যুমার প্রমোশন লঞ্চিং শীর্ষক এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এসএম মহিবুল হাসান,ডিরেক্টর-চ্যানেল বিজনেস জাফর আহমেদ এবং ডিরেক্টর-চ্যানেল সেলস মুজাহিদ আল বেরুনী সুজন।
অনুষ্ঠানে এসএম মহিবুর হাসান বলেন, স্মার্ট টেকনোলজিস (বিডি) লি: গত ১ যুগ ধরে সফলতার সাথে বাংলাদেশের বাজারে এইচপি পন্য নিয়ে কাজ করছে। ক্রেতাদের উৎসাহ দেয়ার জন্য আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন অফার দিয়ে থাকি। এরই ধারাবাহিকতায়, আমরা এইচপি ল্যাপটপের সাথে নতুন কনজ্যুমার অফার চালু করছি। উক্ত অফারের আওতায়, এইচপি ল্যাপটপ কিনলে মডেলভেদে ক্রেতাগন পাবেন একটি আকর্ষনীয় ট্যাভেল ব্যাগ অথবা ট্রাভেল ট্রলি।
অনুষ্ঠানে জাফর আহমেদ বলেন, এইচপি আমাদের কাছে সবসময়ই একটি গুরুত্বপূর্ন ব্র্যান্ড। এইচপি পন্যের সেবায় অন্য যেকোন পরিবেশকের তুলনায় স্মার্ট টেকনোলজিস সবসময় এগিয়ে ছিল। ভবিষ্যতেও আমরা আমাদের সেবা দিয়ে এই সুনাম অক্ষুন্ন রাখতে চাই।
সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনী সুজন বরেন, বাংলাদেশের তথ্যপ্রযুক্তি বাজারে ল্যাপটপ এবং ব্রান্ড পিসি পন্যের শীর্ষ ব্রান্ড এইচপি। আমরা স্মার্ট টেকনোলজিস এইচপি ব্রান্ড এর সিংহভাগ এর প্রতিনিদিত্ব করছি।
আমরাআশা করি,আমাদের এই অফার বাজারে ক্রেতাদের মধ্যে উৎসাহ সঞ্চার করতে সমর্থ হবে।
সংবাদটি পঠিত হয়েছে: ২২২৪ বার
সম্পর্কিত পোস্ট
মুখোমুখি

ব্রডব্যান্ড ইন্টারনেট ইকুইপমেন্টে ভ্যাট, ট্যাক্সের করবোঝা নামাতে হবে
সময়ের পালা-বদলে বাংলাদেশ এখন ডিজিটাল যুগ পেরিয়ে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের পর স্বল্পোন্নত আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হবে বাংলাদেশ। বাংলাদেশের এ অগ্রযাত্রায় সরকারের পাশাপাশি বেসরকারি তথ্যপ্রযুক্তি খাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।