এইচপি ল্যাপটপ কিনলেই মিলবে ট্রাভেল ব্যাগ

প্রকাশ: ০১:০৯ মিঃ, জানুয়ারি ২১, ২০২০
Card image cap
ছবি:

২০ জানুয়ারি স্মার্ট টেকনোলজিস (বিডি) লি: এর প্রধান কার্যালয়ে এইচপি ল্যাপটপের কনজ্যুমার প্রমোশন লঞ্চিং শীর্ষক এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এসএম মহিবুল হাসান,ডিরেক্টর-চ্যানেল বিজনেস জাফর আহমেদ এবং ডিরেক্টর-চ্যানেল সেলস মুজাহিদ আল বেরুনী সুজন।

টেকওয়ার্ল্ড প্রতিনিধি

২০ জানুয়ারি স্মার্ট টেকনোলজিস (বিডি) লি: এর প্রধান কার্যালয়ে এইচপি ল্যাপটপের কনজ্যুমার প্রমোশন লঞ্চিং শীর্ষক এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এসএম মহিবুল হাসান,ডিরেক্টর-চ্যানেল বিজনেস জাফর আহমেদ এবং ডিরেক্টর-চ্যানেল সেলস মুজাহিদ আল বেরুনী সুজন।

অনুষ্ঠানে এসএম মহিবুর হাসান বলেন, স্মার্ট টেকনোলজিস (বিডি) লি: গত ১ যুগ ধরে সফলতার সাথে বাংলাদেশের বাজারে এইচপি পন্য নিয়ে কাজ করছে। ক্রেতাদের উৎসাহ দেয়ার জন্য আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন অফার দিয়ে থাকি। এরই ধারাবাহিকতায়, আমরা এইচপি ল্যাপটপের সাথে নতুন কনজ্যুমার অফার চালু করছি। উক্ত অফারের আওতায়, এইচপি ল্যাপটপ কিনলে মডেলভেদে ক্রেতাগন পাবেন একটি আকর্ষনীয় ট্যাভেল ব্যাগ অথবা ট্রাভেল ট্রলি।

অনুষ্ঠানে জাফর আহমেদ বলেন, এইচপি আমাদের কাছে সবসময়ই একটি গুরুত্বপূর্ন ব্র্যান্ড। এইচপি পন্যের সেবায় অন্য যেকোন পরিবেশকের তুলনায় স্মার্ট টেকনোলজিস সবসময় এগিয়ে ছিল। ভবিষ্যতেও আমরা আমাদের সেবা দিয়ে এই সুনাম অক্ষুন্ন রাখতে চাই।

সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনী সুজন বরেন, বাংলাদেশের তথ্যপ্রযুক্তি বাজারে ল্যাপটপ এবং ব্রান্ড পিসি পন্যের শীর্ষ ব্রান্ড এইচপি। আমরা স্মার্ট টেকনোলজিস এইচপি ব্রান্ড এর সিংহভাগ এর প্রতিনিদিত্ব করছি।

আমরাআশা করি,আমাদের এই অফার বাজারে ক্রেতাদের মধ্যে উৎসাহ সঞ্চার করতে সমর্থ হবে।

সংবাদটি পঠিত হয়েছে: ২২২৪ বার