গ্রাহকদের জন্য ফ্রি ডিজিটাল লার্নিং প্লাটফর্ম আনলো ওরাকল
প্রকাশঃ ০৩:২৪ মিঃ, জুলাই ৩, ২০১৮
ওরাকল ক্লাউড প্রতিদিন আপডেট হচ্ছে। গ্রাহকদের এই আপডেটগুলো সম্পর্কে জানাতে ওরাকল সম্প্রতি ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম এর উদ্বোধন করেছে। ওরাকল ইউনিভার্সিটি এই প্ল্যাটফর্মটি তৈরি করেছে। এর মাধ্যমে একজন গ্রাহক ওরাকল ক্লাউড সম্পর্কে সকল তথ্য পাবেন, এতে রয়েছে বিভিন্ন রকম ক্লাউডের ব্যবহার নিয়ে মডিউল, ভিডিও টিউটোরিয়াল এবং স্টেপ বাই স্টেপ ইন্সট্রাকশন।
ডিজিটাল এই প্ল্যাটফর্ম সম্পর্কে ওরাকল ইউনিভার্সিটি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডেমিয়েন ক্যারি বলেন, “ক্লাউড টেকনোলজি খুব দ্রুত পরিবর্তন হয়, যোগ হয় নতুন নতুন ফিচার। আমাদের গ্রাহকরা যাতে এই পরিবর্তনের সাথে দ্রুত মানিয়ে নিয়ে নিজ নিজ ক্ষেত্রে অন্যান্যদের চেয়ে এগিয়ে থাকতে পারেন সে জন্যই এই অনলাইন প্ল্যাটফর্ম। এর ফলে যারা ওরাকল ক্লাউড সেবা নিতে চান তারাও এই পণ্য সম্পর্কে জানতে ও শিখতে পারবেন।”
সংবাদটি পঠিত হয়েছেঃ ৩২৬৫ বার
সম্পর্কিত পোস্ট
মুখোমুখি

উদ্ভাবন মেধাসত্বের মাধ্যমে সুরক্ষতি রাখতে হবে, মোস্তাফা জব্বার
ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, উদ্ভাবনের নিরাপওা মেধাসত্বের প্রতি গুরুত্বারোপ করে বলেন, ইনোভেশন যতই করা হোক না কেন তাকে মেধাসত্বের মাধ্যমে সুরক্ষতি রাখতে হবে। আর মেধাসত্বের শুধু জাতীয় র্পযায়ইে না বরং আন্তর্জাতিক র্পযায়ওে সংরক্ষণ করতে হবে।আমাদের উদ্ভবনগুলো আন্তর্জাতিক পেটেন্টের মাধ্যমে নিরাপদ রাখা দরকার ।
প্যানেলে আলোচনায় দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের