সানডিস্ক এর ১২৮ জিবি মোবাইল ডিস্ক বাজারে নিয়ে এল স্মার্ট টেকনোলজিস
প্রকাশ: ০৯:৩৩ মিঃ, মার্চ ১২, ২০২০
স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড বাংলাদেশের বাজারে নিয়ে এল সানডিস্ক বাজারে নিয়ে এলো ১২৮ জিবি স্টোরেজের মোবাইল ডিস্ক ড্রাইভ। সিজেড৬০০ মডেল এর এই মোবাইল ডিস্কটি দেখতে স্টাইলিশ, পোর্টেবল, কমপ্যাক্ট সাইজ যার কারনে এটি অনেক হালকা। তাই সহজেই পকেটের এক কোনে রেখে বহন করা যায়। ১২৮ জিবি স্টোরেজের এই আল্ট্রা ইউএসবি ৩.০ পেনড্রাইভের ডাটা রিড স্পীড ১৩০ এমবিএস। যার ফলে খুব কম সময়ে এবং অনেক দ্রুত গতিতে বড় সাইজের ফাইল ট্রান্সফার করা যায়। এছাড়া এটি ইউএসবি ২.০ এর সাথেও সামঞ্জস্যপূর্ণ। এই মোবাইল ডিস্ক এ নিরাপত্তার জন্য সফটওয়্যার হিসেবে আছে রেসকিউ প্রো এবং সিকিউর এ্যাকসেস। ৫ বছর বিক্রয় পরবর্তী সেবা সহ প্রোডাক্টটির খুচরা মূল্য ১৮০০ টাকা। বিস্তারিত: ০১৭৩০৩৫৪৮০১
সংবাদটি পঠিত হয়েছে: ১৭০১ বার
সম্পর্কিত পোস্ট
মুখোমুখি

একজন অকুতোভয় শব্দসৈনিক কল্যাণী ঘোষ
বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী কল্যাণী ঘোষ। বাবার বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার বীনাজুরী গ্রামে হলেও ১৯৪৬ সালের ৫ মে তার জন্ম বন্দরনগরীর রহমতগঞ্জের প্রবাল চৌধুরী সড়কের দেওয়ানজী পুকুর লেনে। শৈশব থেকেই পারিবারিকভাবে সাংস্কৃতিক আবহে বেড়ে উঠেছেন তিনি। মাত্র ৫ বছর বয়স থেকে মা লীলাবতী চৌধুরীর কাছে সঙ্গীত, অভিনয় ও নৃত্যে শিক্ষা লাভ করেন। পরে উচ্চাঙ্গ সং