ইকুরিয়ার এবং লুবনান, ইনফিনিটি, রিচম্যান - সমঝোতা স্বাক্ষর
প্রকাশ: ১০:১২ মিঃ, অক্টোবর ১২, ২০২১2.jpg)
সারাদেশ ব্যাপী লুবনান, ইনফিনিটি, রিচম্যান ফ্যাশন ব্র্যান্ডের সকল এক্সেসরিজ এবং ক্লোথিং পৌঁছে দিবে এখন ইকুরিয়ার
বাংলাদেশের স্বনামধন্য ডিজিটাল কুরিয়ার সেবাদানকারী প্রতিষ্ঠান ইকুরিয়ার এবং জনপ্রিয় ক্লোথিং ফ্যাশন ব্র্যান্ড- লুবনান, ইনফিনিটি এবং রিচম্যান এর মাঝে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। লুবনান এর হেড অফিসে অনুষ্ঠিত হওয়া এই সমঝোতা চুক্তির ফলে এখন থেকে আগামী ১ বছর বাংলাদেশের প্রতিটি প্রান্তে প্রতিটি কাস্টমারের কাছে লুবনান, ইনফিনিটি এবং রিচম্যান -এর সকল ধরণের ফ্যাশন এক্সেসরিজ এবং ক্লোথিং পৌঁছে দিবে ইকুরিয়ার। সুরক্ষিত ও দ্রুততম সময়ে গ্রাহকের দোরগোড়ায় পণ্য পৌঁছে দেওয়ায় এখন উন্মোচিত হলো সম্ভাবনার এক নতুন দিগন্ত। উক্ত অনুষ্ঠানে ইকুরিয়ারের পক্ষে উপস্থিত ছিলেন “বিপ্লব জি রাহুল” (চিফ এক্সিকিউটিভ অফিসার, ইকুরিয়ার), “মো: জাহিদুল ইসলাম” (লিড বিসিনেস গ্রোথ, ইকুরিয়ার) “প্রীতি সরকার” (কি একাউন্ট ম্যানেজার , ইকুরিয়ার) । একইসাথে লুবনান, ইনফিনিটি, রিচম্যান -এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন “গোলাম মোহাম্মদ রাশেদুল হক” (চীফ কমার্শিয়াল অফিসার), “আবুল কালাম আজাদ” (চিফ এক্সিকিউটিভ অফিসার), “এস এম সালমান জাহিদ” (ই-কমার্স ম্যানেজার, ইনফিনিটি)।
এক অদম্য গতিতে এগিয়ে চলা ডিজিটাল বাংলাদেশে মানুষকে ডিজিটাল সেবার আওতায় নিয়ে আসতে কাজ করে চলেছে ইকুরিয়ার এবং লুবনান, ইনফিনিটি, রিচম্যান। সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইকুরিয়ার বাংলাদেশের পক্ষে বিপ্লব জি রাহুল (চিফ এক্সিকিউটিভ অফিসার, ইকুরিয়ার) বলেন, ”আমরা শুধু একটি প্রডাক্টকেই গ্রাহকের হাতে পৌঁছে দেই না, আমরা বিশ্বাস করি, আমরা গ্রাহক ও প্রেরকের সাথে মিশে থাকা অনুভূতিকে পৌঁছে দেই স্বযত্নে। আর তাই, এই প্রডাক্টের সুরক্ষার দ্বায়িত্বটা আমাদেরই। এখন থেকে আমরা এই স্বনামধন্য দেশি ফ্যাশন ব্র্যান্ডগুলোর সকল এক্সেসরিজ এবং ক্লোথিং পোঁছে দিব দেশের যেকোনো প্রান্তে সবার আগে, সবচেয়ে দ্রুততম সময়ে।“
লুবনান- এর পক্ষ থেকে “গোলাম মোহাম্মদ রাশেদুল হক”, (চীফ কমার্শিয়াল অফিসার) বলেন, “ডিজিটাল বাংলাদেশে আজ এক নতুন যুগের সূচনা হলো। টেকনোলজি ভিত্তিক কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান ইকুরিয়ার আগামী দিন গুলোতে আমাদের সকল পণ্য পৌঁছে দিবে দেশজুড়ে। এখন গ্রাহক শুধু আমাদের কাছ থেকে পণ্য কিনেই নিশ্চিন্ত থাকবে না, নিশ্চিন্ত থাকবে তার পণ্যের সুরক্ষিত ডেলিভারি নিয়ে” ।
ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন এখন হাতের মুঠোয় এবং একসাথে ইকুরিয়ার ও লুবনান, ইনফিনিটি, রিচম্যান ডিজিটাইজিং সেবা প্রদান করে দেশের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাবে দুর্বার গতিতে।
সংবাদটি পঠিত হয়েছে: ৪৩৫ বার
সম্পর্কিত পোস্ট
মুখোমুখি

ব্রডব্যান্ড ইন্টারনেট ইকুইপমেন্টে ভ্যাট, ট্যাক্সের করবোঝা নামাতে হবে
সময়ের পালা-বদলে বাংলাদেশ এখন ডিজিটাল যুগ পেরিয়ে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের পর স্বল্পোন্নত আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হবে বাংলাদেশ। বাংলাদেশের এ অগ্রযাত্রায় সরকারের পাশাপাশি বেসরকারি তথ্যপ্রযুক্তি খাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।