সিএসআর পুরস্কার পেলো ই-মেন্টাল হেলথ সেবা প্রতিষ্ঠান মনের বন্ধু
প্রকাশঃ ১১:০৯ মিঃ, নভেম্বর ৭, ২০২১
করোনার নানান সংকটে মানসিক স্বাস্থ্য বিষয়ে কাজ করছে সাইকোসোশাল কাউন্সেলিং প্রতিষ্ঠান মনের বন্ধু। মনের বন্ধুর প্রতিষ্ঠাতা ও সিইও তৌহিদা শিরোপা ইয়াং হিউম্যানিটারিয়ান অব দ্য ইয়ার হিসেবে সিএসআর সম্মাননা পেয়েছেন তৌহিদা শিরোপা।
করোনার নানান সংকটে মানসিক স্বাস্থ্য বিষয়ে কাজ করছে সাইকোসোশাল কাউন্সেলিং প্রতিষ্ঠান মনের বন্ধু। মনের বন্ধুর প্রতিষ্ঠাতা ও সিইও তৌহিদা শিরোপা ইয়াং হিউম্যানিটারিয়ান অব দ্য ইয়ার হিসেবে সিএসআর সম্মাননা পেয়েছেন তৌহিদা শিরোপা। দ্য ডেইলি স্টার ও সিএসআর উইন্ডো বাংলাদেশ যৌথভাবে এই অ্যাওয়ার্ডটি আয়োজন করেছে। অনলাইনে মানসিক স্বাস্থ্যসেবা প্রদান ও করোনার সংকটে কার্যকর ভূমিকা রাখার জন্য অনুপ্রাণিত তরুণ হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়েছে।
রাজধানী ঢাকায় সম্মানপ্রদান অনুষ্ঠানে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, 'করোনার সময়ে দারুণ ভূমিকা রেখে চলছে আমাদের তরুণেরা। তরুণদের গল্প আমাদের অনুপ্রাণিত করে। তরুণেরা সমাজের নানা সংকটে কার্যকর অংশগ্রহণের মাধ্যমে সমাধানের দারুণ সব কাজ করছে।' ইয়াং হিউম্যানিটারিয়ান অব দ্য ইয়ার সম্মাননা তুলে দেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, 'আমরা সংযুক্তির একটি সমাজ তৈরির চেষ্টা করে যাচ্ছি। সকলের জীবনমান উন্নয়নের চেষ্টা করছি। বিভিন্ন সামাজিক উদ্যোগ ও অংশগ্রহণ পারে সমাজকে সামনে এগিয়ে নিতে।' মানসিক স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তণ আনার জন্য কাজ করছেন তৌহিদা শিরোপা। তিনি বলেন, 'করোনার সংকট আমাদের নতুন করে ভাবনার সুযোগ দিয়েছে। এই সংকটে তরুণরা নানান ভাবে ভূমিকা রাখছে। আমরা চেষ্টা করছি মানসিক স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন সংকটে মানুষের পাশে দাঁড়াতে। করোনার সময় আমরা অনলাইনে লাখো মানুষের কাছে মানসিক স্বাস্থ্য বিষয়টিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। উদ্ভাবনী ও সৃজনশীল কাজের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করছি।'
উল্লেখ্য, দ্য ডেইলি স্টার ও সিএসআর উইন্ডো বাংলাদেশের আয়োজনে তিনটি ব্যাংক, তিনটি প্রতিষ্ঠান ও পাঁচজন তরুণকে প্রথমবারের মত 'অ্যা বেটার টুমোরো সিএসআর' পুরস্কার প্রদান করা হলো। বিভিন্ন প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার দিকটি আলোচনার মাধ্যমে সকলকে অনুপ্রাণিত করার লক্ষ্যে এই সম্মাননা প্রদান করা হচ্ছে বলে জানিয়েছে আয়োজকেরা।
সংবাদটি পঠিত হয়েছেঃ ২৫৬ বার
সম্পর্কিত পোস্ট
মুখোমুখি

ডিজিটাল নিরাপত্তায় দক্ষতা আবশ্যক: মোস্তাফা জব্বার
আইন শৃ্ঙ্খলা বাহিনীর ডিজিটাল নিরাপত্তা সেবাদাতা সদস্যের সংখ্যা অপ্রতুল। নিরাপদ ইন্টারনেট থেকে শুরু করে ডিজিটাল নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর আরও দক্ষতা প্রয়োজন।
ডিজিটাল বাংলাদেশে প্রতিনিয়ত স্মার্ট ডিভাইস আর ইন্টারনেট ভোক্তার সংখ্যা বাড়ছে। সাথে বাড়ছে ডিজিটাল অপরাধের সংখ্যাও।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) আয়োজিত ‘সে