বাংলাদেশ এর একমাত্র MSI পণ্য বাজার জাত কারি প্রতিষ্ঠান Whiteshell এর আয়োজিত MSI-কুইজ প্রতিযোগিতার দ্বিতীয় পর্বের ফলাফল প্রকাশ।

প্রকাশ: ১১:১২ মিঃ, মার্চ ১০, ২০২২
Card image cap
ছবি:

টেকওয়ার্ল্ড প্রতিনিধি

Whiteshell কোম্পানি আয়োজিত MSI- কুইজ প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব শেষ হল আজ। গত ২৬ জানুয়ারি ২০২২ থেকে শুরু হয়েছিল এই কুইজ প্রতিযোগিতাটি। প্রতিযোগিতাটির দ্বিতীয় পর্ব শেষ হল আজ। প্রথম পর্বে ৫৫০ জন প্রতিযোগী যোগ দিয়েছিল সারা দেশ থেকে। তাদের মধ্য থেকে 17 জনকে  নির্বাচিত  করা হয় যারা সর্বোচ্চ মার্কস পেয়েছিল এবং দ্বিতীয় পর্বের জন্য আমন্ত্রণ জানানো  হয়। দ্বিতীয় পর্বটি ছিল MSI এর পণ্যের রিভিউ নিয়ে। দ্বিতীয় রাউন্ডে নির্বাচিত প্রতিযোগিদের মধ্য থেকে  যারা সবচেয়ে ভালো লিখেছেন তাদের নাম ঘোষণা করা হয় এবং তাদেরকে  পুরস্কার বিতরণের জন্য নির্বাচিত করা হয়।  এ পর্বের বিজয়ীদের নাম হলঃ

১। রিফাত হক অমিত

২।  বিপু আলম

৩। সামিউল হক

৪। মোস্তাফিজ রাফিদ

৫। আরিফুল ইসলাম

৬। অ্যান্থনি বারই, আযমানুল আবেদিন অমি


দ্বিতীয় রাউন্ডে  বিজয়ীদেরকে  শীঘ্রই চূড়ান্ত পর্বের নিয়মাবলী এবং বিস্তারিত জানানো হবে।

সংবাদটি পঠিত হয়েছে: ৩২৩ বার