ই-ক্যাব নির্বাচনের ফল প্রকাশ: ৯টির মধ্যে্ ৮ টি পদে জয়লাভ করেছে অগ্রগামী ১টিতে দ্য চেঞ্জ মেকারস

প্রকাশ: ০৯:০৭ মিঃ, জুন ১৮, ২০২২
Card image cap

বিজয়ের হাসি অগ্রগামীর...

নাজনীন নাহার

ভোট গননার শেষে প্রকাশিত হলো ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের ফলাফল।  কার্যনির্বাহী পরিষদের ৯টি পদের মধ্যে আটটিতে বিজয়ী হয়ে  সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে অগ্রগামী প্যানেল। বিপরীতে দ্য চেঞ্জ মেকারস প্যানেল  পেয়েছে একটি পদ। আজ রাজধানীর ধানমন্ডিতে সাইয়্যেদানা কমিউনিটি সেন্টারে সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। নির্বাচনে অগ্রগামী, দ্য চেঞ্জ মেকারস ও ঐক্য নামের তিনটি প্যানেলে ২৭ জনসহ মোট ৩১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৭৯৫ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৬১১ জন। এরমধ্যে ১০টি ভোট বাতিল হলে মোট ভোট গননা হয় ৬০১টি। ভোট গণনার পর রাত পৌনে আটটার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আমিন হেলালী। 

সংবাদটি পঠিত হয়েছে: ৩৮১ বার