“D-Link এর নতুন EAGLE PRO AI সিরিজ রাউটার নিয়ে এলো ইউসিসি”

প্রকাশ: ০২:৩৩ মিঃ, জুন ২০, ২০২২
Card image cap
ছবি:

টেকওয়ার্ল্ড প্রতিনিধি

দেশের শীর্ষস্থানীয় আইটি পণ্য বাজারজাত কারী প্রতিষ্ঠান ইউসিসি সম্প্রতি D- Link এর নতুন সিরিজ EAGLE PRO AI রাউটার দেশের বাজারে বাজার জাত শুরু করেছে। আরটিফিশিয়াল ইনটিলিজেন্স সমৃদ্ধ D- Link এর EAGLE PRO AI সিরিজ রাউটার বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনায় আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিসির সম্মানিত সিইও জনাব, সারোয়ার মাহমুদ খান, D- Link ইন্ডিয়া লিঃ এর VP SAARC জনাব সংকেত কুলকার্নী এবং D- Link এর কান্ট্রি ম্যানেজার জনাব আব্দুল্লাহ রফিক সুমন সাহেব সহ আরো অনেকে।

উল্লেখ্য এখন থেকে D- Link এর নতুন সিরিজ  EAGLE PRO AI রাউটার এর N300 এর দুটি মডেল R03 ও R04 এবং AC1200 এর দুটি মডেল R12 এবং R15 বাংলাদেশের বাজারে পাওয়া যাবে। নতুন এই সিরিজের প্রতিটি রাউটার আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ও উন্নত প্রযুক্তি সমৃদ্ধ।

 D- Link এর নতুন সিরিজের এই রাউটার গুলো বর্তমানে ইউসিসি ও ইউসিসি’র নির্ধারিত সকল ডিলারসপে পাওয়া যাবে। পণ্যটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট www.ucc-bd.com অথবা ফোন করুনঃ ০১৮৩৩৩৩১৬৩০।


সংবাদটি পঠিত হয়েছে: ২৬১ বার