১৬ ঘন্টা আগে
১৮ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত
এটি অ্যানথ্রপিকের নিয়মিত মূল্যায়ন প্রক্রিয়ার অংশ, যেখানে বিভিন্ন এআই মডেলের জাতীয় নিরাপত্তা ঝুঁকি নিরূপণ করা হয়। তার দল এমন মডেলগুলো পরীক্ষা করে যা জীবাণু অস্ত্র সম্পর্কিত তথ্য তৈরি করতে পারে, যা সাধারণত গুগল বা পাঠ্যপুস্তকে সহজে পাওয়া যায় না।
চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট ডিপসিক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডারিও আমোদেই। তার উদ্বেগের কারণ হলো উদ্যোগটির আরআই চ্যাটবট মডেল ইতিমধ্যে সিলিকন ভ্যালিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। তার উদ্বেগ শুধুমাত্র ব্যবহারকারীর ডাটা চীনে পাঠানোর সম্ভাবনার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর চেয়েও গভীর।
শনিবার (৮ ফেব্রুয়ারি) টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।
জর্ডান স্নাইডারের চিনা টক পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে আমোদেই উল্লেখ করেন, অ্যানথ্রপিক পরিচালিত এক নিরাপত্তা পরীক্ষায় ডিপসিক জীবাণু অস্ত্র সম্পর্কিত সংবেদনশীল তথ্য তৈরি করেছে।
আমোদেই আরও দাবি করেন, ‘আমরা যতগুলো মডেল পরীক্ষা করেছি, তার মধ্যে ডিপসিকের পারফরম্যান্স সবচেয়ে দুর্বল ছিল। এটি এই ধরনের তথ্য তৈরি করার ক্ষেত্রে কোনো প্রতিরোধ ব্যবস্থা রাখেনি।’
ডারিও আমোদেই জানান, এটি অ্যানথ্রপিকের নিয়মিত মূল্যায়ন প্রক্রিয়ার অংশ, যেখানে বিভিন্ন এআই মডেলের জাতীয় নিরাপত্তা ঝুঁকি নিরূপণ করা হয়। তার দল এমন মডেলগুলো পরীক্ষা করে যা জীবাণু অস্ত্র সম্পর্কিত তথ্য তৈরি করতে পারে, যা সাধারণত গুগল বা পাঠ্যপুস্তকে সহজে পাওয়া যায় না।
‘অ্যানথ্রপিক এমন একটি এআই ফাউন্ডেশনাল মডেল সরবরাহকারী প্রতিষ্ঠান যা নিরাপত্তাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকে।’
ডিপসিকের প্রকৌশলী দলের প্রশংসা করে তাদেরকে পরামর্শ দিয়ে আমোদেই বলেন, ‘এআই নিরাপত্তায় ব্যবহারকারীর ডাটা সুরক্ষার বিষয়গুলোকে যথাযথ গুরুত্ব দেওয়া উচিত।’
চীনে চিপ রপ্তানির উপর কঠোর নিয়ন্ত্রণের পক্ষেও মত প্রকাশ করেছেন অ্যানথ্রপিকের সিইও। তার মতে, এটি চীনের সামরিক বাহিনীকে সুবিধা দিতে পারে। তবে, জর্ডান স্নাইডারের চিনা টক পডকাস্টে আমোদেই কোন ডিপসিক মডেলটি পরীক্ষা করা হয়েছে তা স্পষ্ট করেননি। সেসাথে এই পরীক্ষার প্রযুক্তিগত বিশদও প্রকাশ করেননি।
ডিপসিক মডেল পরীক্ষা করার প্রসঙ্গে জানতে চাইলে টেকক্রাঞ্চকে কোন মন্তব্য করেনি অ্যানথ্রপিক। এ বিষয়ে ডিপসিকও কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
ডিপসিকের দ্রুত উত্থান অন্যান্য স্থানে নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি করেছে। উদাহরণস্বরূপ, সিস্কো সিকিউরিটি গবেষকরা গত সপ্তাহে জানান, ডিপসিক আরআই মডেলটি তার নিরাপত্তা পরীক্ষায় কোনো ক্ষতিকর প্রম্পট ব্লক করতে ব্যর্থ হয়েছে।
যদিও সিস্কো জীবাণু অস্ত্রের বিষয়ে কোনো কিছু উল্লেখ করেনি, তারা জানিয়েছে, তারা ডিপসিক থেকে সাইবারক্রাইম এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ডের ক্ষতিকর তথ্য উৎপাদন করতে সক্ষম হয়েছে। তবে, এটি লক্ষ্যণীয় যে, মেটার লামা-৩.১-৪০৫বি এবং ওপেনএআই-এর জিপিটি-৪ এরও যথাক্রমে ৯৬% এবং ৮৬% ব্যর্থতার হার ছিল।
এই ধরনের নিরাপত্তা উদ্বেগগুলো ডিপসিকের দ্রুত গ্রহণযোগ্যতায় বিরূপ প্রভাব ফেলবে কি না, এখনও সেটা স্পষ্ট নয়। বিভিন্ন কোম্পানি, যেমন অ্যামাজন ওয়েব সার্ভিস এবং মাইক্রোসফট, তাদের ক্লাউড প্ল্যাটফর্মে আরআইয়ের ইন্টিগ্রেশন নিয়ে ইতিমধ্যেই ঘোষণা করেছে, যা কিছুটা বিরক্তিকর, কারণ অ্যামাজন অ্যানথ্রপিকের সবচেয়ে বড় বিনিয়োগকারী।
অন্যদিকে, এমন অনেক দেশ, প্রতিষ্ঠান এবং বিশেষভাবে সরকারি সংস্থা, যেমন মার্কিন নৌবাহিনী এবং পেন্টাগন, ডিপসিকের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।এখন সময়ই বলবে, এসব পদক্ষেপ সফল হবে কিনা, কিংবা ডিপসিকের বৈশ্বিক উত্থান অব্যাহত থাকবে কি না।
তবে আমোদেই উল্লেখ করেছেন, তিনি ডিপসিককে এখন একটি নতুন প্রতিদ্বন্দ্বী হিসেবে গণ্য করেন, যা যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় এআই কোম্পানিগুলোর মধ্যে একটি।
সারা বিশ্বে যেসব বড় কোম্পানিগুলো এআই ট্রেনিং করতে সক্ষম-অ্যানথ্রপিক, ওপেনএআই, গুগল, সম্ভবত মেটা এবং এক্সএআই এখন ডিপসিকও সেই শ্রেণিতে অন্তর্ভুক্ত হতে পারে।’- চিনা টক পডকাস্টে দেওয়া ওই সাক্ষাৎকারে বলেন আমোদেই।
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...