রবিবার

ঢাকা, ২৩ মার্চ ২০২৫

সর্বশেষ


টিপস

গুগল ম্যাপসে ট্রেনের গন্তব্য পথ ও বিরতি নেওয়া স্টেশনের তথ্য দেখবেন যেভাবে

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৩, দুপুর ৩:২২

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

ট্রেনের সময়সূচি, গন্তব্য পথ ও বিরতি নেওয়া স্টেশনের তথ্য জানার জন্য প্রথমে গুগল ম্যাপস অ্যাপের ওপরে থাকা সার্চ বক্সে কাঙ্ক্ষিত ট্রেনের নাম লিখে সার্চ করলেই গুগল ম্যাপস সেই ট্রেনের গন্তব্য পথ দেখা যাবে।

এক শহর থেকে অন্য শহরে চলাচলের জন্য অনেকেরই পছন্দের যান হলো ট্রেন। বাস বা অন্যান্য পরিবহনের তুলনায় ট্রেনের গন্তব্য পথ ভিন্ন হয়। আবার একই গন্তব্যে সব ট্রেন সব স্টেশনে থামে না।

তাই ট্রেনের সময়সূচি, গন্তব্য পথ ও বিরতি নেওয়া স্টেশনের তথ্য জানা থাকলে ভ্রমণ সহজ হয়। গুগল ম্যাপস ব্যবহার করে খুব সহজেই এসব তথ্য জানা সম্ভব।

গুগল ম্যাপসে বিভিন্ন ট্রেনের সময়সূচি, গন্তব্য পথ ও বিরতি নেওয়া স্টেশনের তথ্য জানার পদ্ধতি দেখে নেওয়া যাক।

ট্রেনের সময়সূচি, গন্তব্য পথ ও বিরতি নেওয়া স্টেশনের তথ্য জানার জন্য প্রথমে গুগল ম্যাপস অ্যাপের ওপরে থাকা সার্চ বক্সে কাঙ্ক্ষিত ট্রেনের নাম লিখে সার্চ করলেই গুগল ম্যাপস সেই ট্রেনের গন্তব্য পথ দেখা যাবে।

একই সঙ্গে নিচে ট্রেনটির বিরতি নেওয়া স্টেশনের নাম দেখা যাবে। নির্দিষ্ট স্টেশনে ট্যাপ করলে ট্রেনের যাত্রা বিরতির নির্ধারিত সময় দেখাবে গুগল ম্যাপস।

উল্লেখ্য, গুগল ম্যাপসে শুধু ট্রেনের পূর্বনির্ধারিত সময়সূচি দেখা যায়। ফলে ট্রেন দেরি করলে পরিবর্তিত সময় দেখা যায় না। 

সংবাদটি পঠিত হয়েছে: ৩৭৬ বার

এ সম্পর্কিত আরও খবর


Card image

জি-মেইলের স্টোরেজ বাড়ানোর উপায়

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪