মঙ্গলবার

ঢাকা, ৮ জুলাই ২০২৫

সর্বশেষ


খবর

কিছু জানতে চাইলে উত্তরে পডকাস্ট তৈরি করে দেবে গুগল

প্রকাশ: ১৪ জুন ২০২৫, দুপুর ৪:০৬

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: গুগলের অডিও ওভারভিউ

দিন কয়েক পর আর লিংকে ক্লিক করতে হবে না, পড়তেও হবে না। এর বদলে দুজন নিরস্তিত্ব মানুষ আপনার প্রশ্নের উত্তর অনেকটা পডকাস্টের মতো করে শোনাবে।

মনে করুন, আপনি গুগলে ‘মুঠোফোন পানিতে পড়ে গেলে কী করব’ লিখে খুঁজলেন। আগে কী হতো? এই সম্পর্কে তথ্য আছে এমন অনেকগুলো ওয়েবসাইটের লিংক দেখাত। এআই ওভারভিউ চালুর পর সংক্ষেপে আপনার প্রশ্নের উত্তর তৈরি করে দেওয়া শুরু করে গুগল। তবে দিন কয়েক পর আর লিংকে ক্লিক করতে হবে না, পড়তেও হবে না। এর বদলে দুজন নিরস্তিত্ব মানুষ আপনার প্রশ্নের উত্তর অনেকটা পডকাস্টের মতো করে শোনাবে।

এআই ওভারভিউয়ের অনুকরণে সুবিধাটিকে বলা হচ্ছে ‘অডিও ওভারভিউ’। সুবিধাটি এখনও পরীক্ষামূলক। গুগল সার্চে সরাসরি যুক্ত হয়নি। চালু করে নিতে হয় সার্চ ল্যাবস থেকে। তবে এআই ওভারভিউয়ের মতো সার্চ রেজাল্টের ওপরের দিকে নয়, বরং ‘পিপল অলসো আস্ক’ নামের সেকশনের নিচে একটি অডিও প্লেয়ার দেখাবে।

এআই ওভারভিউ দেখানোর সময় বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে ব্যবহারকারীর প্রশ্নের একটা সারসংক্ষেপ তৈরি করা হয়। অডিও ওভারভিউয়ে সেই সারসংক্ষেপ দুটি কণ্ঠে পড়ে শোনাবে গুগল। এতে মনে হয় যেন টপিকটি নিয়ে আলোচনা করছে দুজন মানুষ। যে ওয়েবসাইটগুলো থেকে তথ্য নিয়ে অডিও ওভারভিউ তৈরি করা হয়েছে, প্লেয়ারে সেগুলোর একটা তালিকা দেখাবে। চাইলে অডিওর গতি বাড়িয়ে বা কমিয়ে নেওয়া যাবে।

সূত্র: আর্স টেকনিকা

সংবাদটি পঠিত হয়েছে: ৫০ বার

এ সম্পর্কিত আরও খবর