বুধবার

ঢাকা, ২৬ মার্চ ২০২৫

সর্বশেষ


লাইফস্টাইল

লেন্সকার্টের অভিনব স্মার্ট গ্লাসে গান শোনার সুবিধা

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ১:২৮

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

ভয়েস কমান্ডের সাহায্যে রিমাইন্ডার সেট করা, মেসেজ পাঠানো, গানের ট্র্যাক বদলানো-সবই করা সম্ভব হবে। এর আগেও অনেক স্মার্ট গ্লাস লঞ্চ হয়েছে। তবে ফিচারের নিরিখে লেন্সকার্ট ফোনিক স্মার্ট গ্লাস অনেক উন্নত এবং ইউজার ফ্রেন্ডলি।

প্রযুক্তির বাজারে প্রতিদিনই নতুন নতুন গ্যাজেট আসছে। এমন কিছু যা হয়তো আমরা বছর পাঁচেক আগেও কল্পনা করতে পারতাম না, যা আজ হাতের মুঠোয়। মেটাসহ নানান ব্র্যান্ড নতুন নতুন স্মার্ট চশমা আনছে বাজারে। এবার ভারতীয় ব্র্যান্ড লেন্সকার্টের নতুন একটি স্মার্ট চশমা আনছে বাজারে।

এই স্মার্ট গ্লাস বা চশমার সাহায্যে ইউজাররা ফোনকল করতে পারবেন। শুনতে পাবেন পছন্দের গান। তার সঙ্গে পাওয়া যাবে ভয়েস অ্যাসিসট্যান্ট সাপোর্ট। লেন্সকার্টের নতুন এই স্মার্ট গ্লাসে রয়েছে একটি বাটন। মাত্র একবার এই বোতাম টিপলেই একটার পর একটা পরিষেবা পাবেন। সবটাই ফিজিক্যাল কন্ট্রোল মেকানিজমে চলবে। অর্থাৎ আপনি নিজেই নিয়ন্ত্রণ করতে পারবেন।

লেন্সকার্ট ফোনিক স্মার্ট গ্লাসে থাকছে ব্লুটুথ অডিও সাপোর্ট। এই অডিও প্লে হবে স্মার্ট গ্লাসে থাকা ইন-বিল্ট স্পিকারের সাহায্যে। এর সাহায্যেই ইউজাররা ফোনকলে কথা বলতে পারবেন, যখন ফোন আর স্মার্ট গ্লাস কানেক্টেড থাকবে তখন। স্মার্ট গ্লাসের সঙ্গে বাক্সেই থাকবে চার্জার। একবার চার্জ দিলে প্রায় ৭ ঘণ্টা পর্যন্ত স্মার্ট গ্লাসের এইসব স্মার্ট ফিচার কাজ করবে।

স্মার্ট গ্লাসের সাইডের অংশে উপরের দিকেই থাকবে একটি স্মার্ট বাটন। এর সাহায্যেই যাবতীয় নেভিগেশন ফিচার কাজ করবে। এই স্মার্ট গ্লাসে থাকা ভয়েস অ্যাসিসট্যান্টের সাপোর্ট অ্যান্ড্রয়েড এবং আইওএস, দু'ধরনের ডিভাইসের সঙ্গেই কাজ করবে।

ভয়েস কমান্ডের সাহায্যে রিমাইন্ডার সেট করা, মেসেজ পাঠানো, গানের ট্র্যাক বদলানো-সবই করা সম্ভব হবে। এর আগেও অনেক স্মার্ট গ্লাস লঞ্চ হয়েছে। তবে ফিচারের নিরিখে লেন্সকার্ট ফোনিক স্মার্ট গ্লাস অনেক উন্নত এবং ইউজার ফ্রেন্ডলি।

আগামী দিনে বাকি সব সংস্থার স্মার্ট গ্লাসকে জনপ্রিয়তায় লেন্সকার্টের এই স্মার্ট গ্লাস ছাপিয়ে যাবে বলেই অনুমান করছেন প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকে। এই দুই স্মার্ট গ্লাসেই রয়েছে ফুল রিম ডিজাইন। ম্যাট ব্ল্যাক এবং শাইনি ব্লু- এই দুই রঙে পাওয়া যাবে লেন্সকার্টের নতুন স্মার্ট গ্লাস। গ্লাসের দাম ভারতে ৪ হাজার রুপি।

সংবাদটি পঠিত হয়েছে: ১২৮ বার

এ সম্পর্কিত আরও খবর