বুধবার

ঢাকা, ২৬ মার্চ ২০২৫

সর্বশেষ


খবর

মেটার জেনারেটিভ এআই সম্মেলন ‘লামাকন’

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ৩:৫২

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

ডিপসিকের নতুন এআই মডেল মেটার পরবর্তী লামা সংস্করণকেও ছাড়িয়ে যেতে পারে। এ কারণে মেটা দ্রুততার সঙ্গে ডিপসিকের কার্যকারিতা বিশ্লেষণে একটি বিশেষ ওয়ার রুম গঠন করেছে।

প্রথমবারের মতো জেনারেটিভ এআই ডেভেলপারদের জন্য বিশেষ সম্মেলন ‘লামাকন’ আয়োজন করতে যাচ্ছে মেটা। তাদের নিজস্ব এআই মডেল লামার (Llama) নামে এই সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ২৯ এপ্রিল। বুধবার টেকক্রাঞ্চ-এর প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, মেটার পক্ষ থেকে তাদের ওপেন-সোর্স এআই উন্নয়নের সর্বশেষ তথ্য আসন্ন সম্মেলনে প্রকাশ করা হবে, যা ডেভেলপারদের নতুন অ্যাপ ও পণ্য তৈরিতে সহায়তা করবে। বিস্তারিত তথ্য শিগগিরই জানা যাবে। এ ছাড়া, মেটার বার্ষিক ডেভেলপার সম্মেলন মেটা কানেক্ট সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে।

‘কয়েক বছর আগে মেটা ওপেন-সোর্স এআই কৌশল গ্রহণ করে, যার ফলে গ্লোবালমানি স্যাক্স, নমুরা হোল্ডিংস, এটিঅ্যান্ডটি, ডোরড্যাশ ও অ্যাকসেঞ্চারের মতো প্রতিষ্ঠান লামা মডেল ব্যবহার করছে।’

‘লামা শত শত মিলিয়ন বার ডাউনলোড হয়েছে এবং এনভিডিয়া, ডেল, ডাটাব্রিকস ও স্নোফ্লেকসহ ২৫টির বেশি পার্টনার এটি পরিচালনা করছে। তবে, চীনা এআই কোম্পানি ডিপসিকের উত্থানে মেটা কিছুটা চাপে পড়েছে।’ বলেছে মেটা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ডিপসিকের নতুন এআই মডেল মেটার পরবর্তী লামা সংস্করণকেও ছাড়িয়ে যেতে পারে। এ কারণে মেটা দ্রুততার সঙ্গে ডিপসিকের কার্যকারিতা বিশ্লেষণে একটি বিশেষ ওয়ার রুম গঠন করেছে।

মেটা ২০২৫ সালে এআই সংক্রান্ত প্রকল্পে ৮০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে। এই বিনিয়োগের মধ্যে নতুন এআই ডাটা সেন্টার নির্মাণ ও এআই বিশেষজ্ঞ নিয়োগ অন্তর্ভুক্ত রয়েছে। সূত্র: টেকক্রাঞ্চ

সংবাদটি পঠিত হয়েছে: ৫৮ বার

এ সম্পর্কিত আরও খবর