রবিবার

ঢাকা, ২৩ মার্চ ২০২৫

সর্বশেষ


সফটওয়্যার

ওপেনএআইয়ের সোরাকে টেক্কা দেবে অ্যাডোবির এআই ভিডিও টুল

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ৩:৫০

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

অ্যাডোবির এই এআই মডেল প্রিমিয়ার প্রো-এর সঙ্গে সংযুক্ত হয়ে চলচ্চিত্র ও টিভি প্রযোজকদের উন্নত ভিডিও তৈরিতে সহায়তা করবে। অন্যান্য এআই টুলের চেয়ে এটি বিদ্যমান শটের উন্নয়নে বেশি গুরুত্ব দেবে।

ফটোশপপ্রেমীদের জন্য একটি এআই-চালিত ভিডিও তৈরির টুল চালু করেছে অ্যাডোবি। মডেলের নাম  অ্যাডোবি ফায়ারফ্লাই ভিডিও। এটি ওপেনএআইয়ের সোরা এবং রানওয়ের মতো প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাডোবির এই এআই মডেল প্রিমিয়ার প্রো-এর সঙ্গে সংযুক্ত হয়ে চলচ্চিত্র ও টিভি প্রযোজকদের উন্নত ভিডিও তৈরিতে সহায়তা করবে। অন্যান্য এআই টুলের চেয়ে এটি বিদ্যমান শটের উন্নয়নে বেশি গুরুত্ব দেবে।

প্রতিবেদনে আরও বলা হয়, এই এআই মডেল দিয়ে শুরুতে ১০৮০পিক্সেলে পাঁচ সেকেন্ডের ভিডিও তৈরি করা যাবে। অ্যাডোবির মতে, ওপেনএআই ২০ সেকেন্ড পর্যন্ত ভিডিও বানালেও, অধিকাংশ চলচ্চিত্রের ক্লিপ মাত্র ৩ সেকেন্ডের হয়। তাই তারা মানের দিকেই বেশি গুরুত্ব দিয়েছে।

অ্যাডোবির এআই বিভাগের ভাইস প্রেসিডেন্ট আলেক্সান্দ্রু কস্টিন বলেন, “আমরা মনে করি, গুণগত মান, গতি ও সিনেম্যাটিক অনুভূতি তৈরি করাই সবচেয়ে জরুরি, দীর্ঘ ভিডিও বানানোই মূল লক্ষ্য নয়।” সূত্র: রয়টার্স ও ই-বিজনেসলাইভ।

সংবাদটি পঠিত হয়েছে: ১২১ বার

এ সম্পর্কিত আরও খবর