৩ ঘন্টা আগে
১৪ ঘন্টা আগে
ছবি: কখনও আইওএস অ্যান্ড্রয়েডকে নকল করে তো কখনও এর উল্টোটা হয়
‘লিকুইড গ্লাস’ ছাড়া আপডেট বলতে তেমন কিছু নেই। অনেকে তো সেটাকেও উইন্ডোজ ভিস্তার নকল বলছেন
অ্যাপলের এবারের ডেভেলপার সম্মেলন কেউ দেখে থাকলে তাদের কাছে পুরোনো দিনের সিনেমার মতো মনে হতে পারে। কারণ আইফোনে যে সুবিধাগুলো আনার ঘোষণা অ্যাপল এখন দিল, সেগুলোতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা আগেই হাত পাকিয়ে ফেলেছেন। ‘লিকুইড গ্লাস’ ছাড়া আপডেট বলতে তেমন কিছু নেই। অনেকে তো সেটাকেও উইন্ডোজ ভিস্তার নকল বলছেন। যা হোক, আইওএস ২৬ আপডেটে আসন্ন এমন চারটি সুবিধার উল্লেখ করা হলো নিচে, যা অ্যান্ড্রয়েডে আগে থেকেই আছে।
১. কল স্ক্রিনিং ও হোল্ড অ্যাসিস্ট
গুগল অ্যাসিসট্যান্ট সেই ২০১৯ সাল থেকেই স্বয়ংক্রিয় ‘রোবোকল’ শনাক্ত করে আসছে। তবে অটো-স্ক্রিনিং সুবিধা আসে অ্যান্ড্রয়েড ১২ সংস্করণে। সেটাও বছর চারেক হয়ে গেল। হোল্ড অ্যাসিস্ট সুবিধাও গুগলের ফোনগুলোতে আগে থেকেই আছে। ২০২০ সাল থেকে পিক্সেল ফোনে আর গত বছর থেকে প্রায় সব অ্যান্ড্রয়েড ডিভাইসেই সুবিধাটি দেওয়া হয়। এবার আইফোনেও সুবিধাটি আসছে। আইওএস ২৬ আপডেটে কলের স্বয়ংক্রিয় উত্তর দেওয়া থেকে শুরু করে হোল্ড করার সুবিধাও আছে। এখন ঠিকঠাক কাজ করলেই হলো।
২. লাইভ ট্র্যানস্লেশন
স্যামসাংয়ের স্মার্টফোনগুলোতে আগে থেকেই তাৎক্ষণিক (রিয়েলটাইম) অনুবাদের সুবিধা আছে। গ্যালাক্সি ইন্টারপ্রিটার মোড কল অনুবাদ করে দেয়, আবার টেক্সট মেসেজ সুন্দরভাবে গুছিয়েও দেয়। অ্যাপলের সংস্করণটিও ফোনে একইরকম রিয়েলটাইম ভয়েস ও মেসেজ অনুবাদের সুবিধা দেবে। থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়। আইকনটিই কেবল একটু বেশি চকচকে।
৩. স্ক্রিনশট-টু-সার্চ
অ্যান্ড্রয়েডে ২০১৭ সালে গুগল লেন্স চালু হয়। গত বছর সার্কেল টু সার্চ নামে আরেকটি ফিচারও আসে। সুবিধা দুটি দিয়ে আগে থেকেই ফোনের স্ক্রিন থেকে সরাসরি সার্চ করা যায়। অ্যাপল ইনটেলিজেন্সেও এবার একই ধরনের সুবিধা হলো। শুরুটা কেবল করতে হয় স্ক্রিনশটের মাধ্যমে। এরপর আইওএস সে অনুযায়ী ক্যালেন্ডার ইভেন্ট, ওয়েব তথ্য খোঁজা কিংবা কেনাকাটার অপশন দেখাবে। এখানেও নতুনত্ব বলতে তেমন কিছু নেই।
৪. ফটো-ভিডিও টোগল
আইওএস ২৬ আপডেটে ক্যামেরা অ্যাপের ইউজার ইন্টারফেসে বেশ পরিবর্তন এসেছে। বেশির ভাগ শুটিং মোড লুকিয়ে রেখে কেবল ফটো ও ভিডিও ট্যাব দেখানো হয়। বাকিগুলোও আছে, তবে ডানে বা বাঁয়ে স্ক্রল করে দেখতে হয়। ক্যামেরা অ্যাপে এই যে চট করে এক ট্যাপে ছবি ও ভিডিও মোডের মধ্যে টোগল করার সুবিধা, অ্যান্ড্রয়েডে তা বহু আগে থেকেই আছে।
আইওএস কেবল অ্যান্ড্রয়েডকে নকল করে, ব্যাপারটা কিন্তু এমন না। উল্টোটাও হয়েছে অনেকবার। আবার ঠিক নকল বলাও বোধ হয় চলে না। যা হোক, দুই প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে সুবিধাটা ব্যবহারকারীদেরই। অন্তত নিত্যনতুন ফিচার তো মিলছে ফোনে।
ক্যানন বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অন্যতম। ক্যামেরা, ইমেজিং ও প্রিন্টিং পণ্যের জন্য প্রতিষ্ঠানটির সুনাম বিশ্বজুড়ে। জাপানে...