১৬ ঘন্টা আগে
২৩ ঘন্টা আগে
১ দিন আগে
ছবি: সংগৃহীত
দীর্ঘ দিন যাবত দাবি তুলে আসা এমন ৫টি প্রস্তাব ফের রাজস্ব বোর্ডে জমা দিয়েছে ইন্টারনেট সেবাদাতা সংগঠন আইএসপিএবি। দফায় দাফায় দাবি পূরণ না হলেও এবারো প্রস্তাবের শুরুতেই এই খাতটিকে আইটিইএস সুবিধায় অন্তর্ভূক্তির দাবি জানানো হয়েছে।
বিগত সময়ে ‘জরুরি সেবা’র স্বীকৃত মিললেও প্রতিশ্রুত ইন্টারনেট নির্ভর সেবা বা ‘আইটিইএস’ হতে পারেনি দেশের সাড়ে তিন হাজারের মতো ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতারা। এই সেবার মূল রসদ ফাইবার অপটিকের ওপর রয়েছে সব মিলিয়ে ৬৩.৪০ শতাংশ সরকারি চার্জ। একইভাবে মডেম, ইন্টারফেস কার্ড, নেটওয়ার্ক সুইচ, রাউটার, সার্ভার ও ব্যাটারির মতো ইন্টারনেট ইকুইপমেন্টের ওপর ১৫.৫০ শতাংশ বাড়তি শুল্ক মোট ট্যাক্স ইনসিডেন্স বা টিটিআই। এছাড়াও অফিস ও পপ ভাড়াতেও গুণতে হয় ১৫ শতাংশ মূসক।
দীর্ঘ দিন যাবত দাবি তুলে আসা এমন ৫টি প্রস্তাব ফের রাজস্ব বোর্ডে জমা দিয়েছে ইন্টারনেট সেবাদাতা সংগঠন আইএসপিএবি। দফায় দাফায় দাবি পূরণ না হলেও এবারো প্রস্তাবের শুরুতেই এই খাতটিকে আইটিইএস সুবিধায় অন্তর্ভূক্তির দাবি জানানো হয়েছে। গত ১৩ মার্চ রাজস্ব বোর্ড চেয়ারম্যানের সঙ্গে দেখা করে প্রস্তাবনাগুলো জমা দেওয়া হয়েছে বলে জানাগেছে।
বিগত সময়ে সরকারের নেতৃত্ব পর্যায়ের সঙ্গে সংগঠনটির শীর্ষ নেতাদের ‘ঘনিষ্ঠ সম্পর্ক’ থাকার পরও এই খাতের ব্যবসায়ীদের সাধারণ দাবিগুলো পূরণ না হওয়ায় সাধারণ ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ রয়েছে। তাই এখন বাজেটের দাবি নিয়ে খুব একটা কথা হচ্ছে না বলেও মনে করছেন খাত সংশ্লিষ্টরা।
তাদের মতে, মৌলিক অধিকার বিবেচিত হলেও জুলাই অভ্যুত্থানে ইন্টারনেট শাট ডাউনের বিষয়টি এই খাতের ব্যবসায়ী নেতাদের পিছিয়ে রেখেছে। চারদিকে বিভিন্ন দাবি দাওয়া পূরণে আগের মতো সোচ্চার দেখা যাচ্ছে না।
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...