২১ ঘন্টা আগে
২২ ঘন্টা আগে
১ সপ্তাহ আগে
ছবি: আনস্প্ল্যাশ
সেগুলো এমন কাজ করবে যা মানুষ করতে চায় না, যেমন বিশাল মহাকাশ বা সমুদ্রের গভীরতা অন্বেষণ, যেখানে মানুষ যেতে পারে না। যন্ত্র আমাদের সেই অন্বেষণে সাহায্য করতে পারে
চীনের মানবাকৃতির (হিউম্যানয়েড) রোবট মানুষের কাজের বিকল্প হবে না এবং রোবটগুলো ব্যাপক বেকারত্ব সৃষ্টির কারণ হবে না বলে মন্তব্য করেছেন বেইজিং ইকোনমিক-টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট এরিয়ার উপপরিচালক লিয়াং লিয়াং।
গতকাল শুক্রবার বিদেশি সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে লিয়াং বলেছেন, রোবটগুলো বরং বিপজ্জনক পরিবেশে কাজের জন্য ব্যবহার করা হবে এবং সেগুলো মানুষের উৎপাদনশীলতা বাড়াতে সহায়ক হবে। উদাহরণ হিসেবে তিনি বলেন, ‘সেগুলো এমন কাজ করবে যা মানুষ করতে চায় না, যেমন বিশাল মহাকাশ বা সমুদ্রের গভীরতা অন্বেষণ, যেখানে মানুষ যেতে পারে না। যন্ত্র আমাদের সেই অন্বেষণে সাহায্য করতে পারে।’
লিয়াং সঙ্গে যোগ করেন, ‘রাতে যখন মানুষের বিশ্রামের প্রয়োজন হবে, যন্ত্র তখন কাজ চালিয়ে যেতে পারবে।’
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, কেবল মুখের কথায় সীমাবদ্ধ থাকছে না চীন। দেশের মানুষকে আশ্বস্ত করতে নিয়মিত প্রচারণা চালিয়ে যাচ্ছে। গত মাসে যেমন বেইজিংয়ে বিশ্বের প্রথম রোবট হাফ ম্যারাথনের আয়োজন করা হয়। আয়োজনটি এমনভাবে সাজানো হয়েছিল যাতে মানুষ ও রোবটের সহাবস্থানের বিষয়টি তুলে ধরা যায়। হাফ ম্যারাথনে পাশাপাশি দুটি ট্র্যাক ছিল। মাঝে ছিল একটি রেলিং। একদিকে মানুষ একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে। অপর পাশে ২০টি দল রোবট পরিচালনা করে।
লি ইয়াং বলেন, ‘দেখুন, ম্যারাথনে মানুষের তাদের ট্র্যাকে রয়েছে এবং যন্ত্রগুলো আলাদা ট্র্যাকে রয়েছে। ফিনিশিং লাইনে পৌঁছাতে মানুষের ট্র্যাক দখল করার চেষ্টা করেনি রোবটগুলো। ভবিষ্যতেও এমনটাই হবে।’
লি ইয়াং রাষ্ট্রীয় মালিকানাধীন এক্স-হিউম্যানয়েডের সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এটি বেইজিং হিউম্যানয়েড রোবোটিকস ইনোভেশন সেন্টার নামেও পরিচিত। এই কেন্দ্রের রোবট তিয়ানগং আলট্রা প্রথম রোবট হাফ ম্যারাথন জিতেছে। রোবটটি ঘন্টায় সর্বোচ্চ ১২ কিলোমিটার গতিতে ছোটে। ক্রীড়া-ভিত্তিক ছাড়াও আরও অনেক ধরনের রোবট আছে এই কেন্দ্রের, যেগুলো নানা বাধা এবং পরিবর্তনশীল পরিবেশের মুখেও সাধারণ কাজ করে যেতে পারে।
ক্যানন বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অন্যতম। ক্যামেরা, ইমেজিং ও প্রিন্টিং পণ্যের জন্য প্রতিষ্ঠানটির সুনাম বিশ্বজুড়ে। জাপানে...