১৭ ঘন্টা আগে
২৩ ঘন্টা আগে
১ দিন আগে
ছবি: সংগৃহীত
এজন্য নতুন নীতিমালা প্রণয়নের কাজ শুরু করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়৷। এর আগে আউটসোর্সিং কর্মীদের বেতন ভাতাদি যথাসময়ে পরিশোধ না করা এবং পরিপূর্ণ বেতন না দেওয়ায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ সচিবালয়ে কর্মরত আউটসোর্সিং কর্মীদের বেতনের ক্ষেত্রে সচ্ছতা আনতে তাদেরকে ডিজাটাল পেমেন্ট সিস্টেমে নিয়ে আসা হচ্ছে। একইসঙ্গে চাইলেই এই কর্মীদের ঠিকাদাররা যেন বাদ দিতে না পারেন সেজন্যও আসছে সেফটি বিধান।
এজন্য নতুন নীতিমালা প্রণয়নের কাজ শুরু করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়৷। এর আগে আউটসোর্সিং কর্মীদের বেতন ভাতাদি যথাসময়ে পরিশোধ না করা এবং পরিপূর্ণ বেতন না দেওয়ায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
এই কমিটির দায়িত্বশীল সূত্রে প্রকাশ, আউটসোর্সিং খাতে বিভিন্ন সময়ে বিভিন্ন জনের সুপারিশ এবং এককালীন ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত ঘুষ নিয়ে নিয়োগ দিত ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো। এছাড়া নির্ধারিত কর্মঘণ্টার বাইরে কাজ করালেও তাদের পারিশ্রমিক দেওয়া হতো না। কর্মীদের মূল বেতনও যথাযথভাবে দেওয়া হতো না। ফলে বিষয়টি আমলে নিয়ে নতুন কিছু নিরাপত্তা বেস্টনি তৈরী করা হচ্ছে। এ ক্ষেত্রে সচ্ছতা আনতে কর্মীদের ডিজাটাল পেমেন্ট সিস্টেমে নিয়ে আসা হচ্ছে। একইসঙ্গে ঠিকাদার হুট করেই যেন তাদের বাদ দিতে না পারেন সে জন্য নতুন এ নীতিমালায় সেফটি বিধান যুক্ত করা হয়েছে।
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...