বৃহস্পতিবার

ঢাকা, ২৭ মার্চ ২০২৫

সর্বশেষ


লাইফস্টাইল

স্কার্ফ ক্যামেরা: সেকেন্ডে দেড় লাখ কোটি ফ্রেম ধারণ করতে সক্ষম

প্রকাশ: ২৮ মার্চ ২০২৪, দুপুর ১:৪৮

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

বর্তমান সময়ের সবচেয়ে ব্যয়বহুল বৈজ্ঞানিক সেন্সরগুলোতে খুব দ্রুত ঘটে যাওয়া মাইক্রো-ইভেন্ট গবেষণার ক্ষেত্রেও সাফল্য বয়ে আনার সম্ভাবনা রয়েছে নতুন এ ক্যামেরার।

ছবি তোলার সময় সেকেন্ডে দেড় লাখ কোটি ফ্রেম ধারণ করতে সক্ষম এমন একটি গবেষণামূলক  ক্যামেরা বানিয়েছেন একদল বিজ্ঞানী। এ ক্যামেরার নাম দেওয়া হয়েছে ‘সোয়েপ্ট-কোডেড অ্যাপারচার রিয়েলটাইম ফেমটোফটোগ্রাফি’, সংক্ষেপে ‘স্কার্ফ’।

বর্তমান সময়ের সবচেয়ে ব্যয়বহুল বৈজ্ঞানিক সেন্সরগুলোতে খুব দ্রুত ঘটে যাওয়া মাইক্রো-ইভেন্ট গবেষণার ক্ষেত্রেও সাফল্য বয়ে আনার সম্ভাবনা রয়েছে নতুন এ ক্যামেরার।

এরইমধ্যে সেমিকন্ডাক্টরের শোষণ প্রক্রিয়া ও ধাতব খাদ বিচুম্বকায়নের মতো ঘটনার ছবি সফলভাবে ধারণ করেছে স্কার্ফ। এমনকি ‘শক ওয়েভ মেকানিক্স’ অথবা আরও কার্যকর ঔষধ তৈরির ক্ষেত্রেও সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিতে পারে এ গবেষণা।

গবেষণা দলটির নেতৃত্বে ছিলেন কানাডার ‘ইনস্টিটুত নাশিওনাল দে লা রিসের্চে সায়েন্তিফিক (আইএনআরএস)’-এর অধ্যাপক জিনইয়াং লিয়াং। ছয় বছর আগে আলাদা এক গবেষণা চালিয়ে ‘আলট্রাফাস্ট ফটোগ্রাফি’র অগ্রদূত হিসেবে গোটা বিশ্বে পরিচিতি পেয়েছেন তিনি।

নতুন গবেষণাটি প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল নেচার-এ। এ ছাড়া, এক প্রেস রিলিজে এর সংক্ষিপ্ত বিবরণীও প্রকাশ করেছে আইএনআরএস, যা নিয়ে প্রথম প্রতিবেদন এসেছে বিজ্ঞানভিত্তিক সাইট ‘সায়েন্স ডেইলি’তে।

লিয়াং ও তার সহযোগীরা গবেষণাটিকে আখ্যা দিয়েছেন ‘আলট্রাফাস্ট ক্যামেরার নতুন যাত্রা’ বলে। সাধারণত এ ধরনের সিস্টেমে অনুক্রমিক পদ্ধতি ব্যবহৃত হয়, যেখানে আলাদা আলাদা ফ্রেম ধারণ করে পরবর্তীতে সেগুলোকে একত্র করে ধারণকৃত বস্তুর গতিবিধি পর্যবেক্ষণ করা হয়।

তবে, এ প্রক্রিয়ায় কয়েকটি সীমাবদ্ধতাও রয়েছে। “উদাহরণ হিসেবে ধরা যায়, ‘ফেমটোসেকেন্ড লেজার অ্যাবলেশন’, জীবন্ত কোষে ‘শক-ওয়েভ’ পরীক্ষা বা চক্ষুসংক্রান্ত বিভিন্ন ঝুঁকি গবেষণা করা যায় না এতে,” বলেন লিয়াং।

এদিকে, স্কার্ফ-এ গ্রাহকদের চেয়ে গবেষণার দিকে বেশি মনযোগ দেওয়া হলেও এর বাণিজ্যিক সংস্করণ তৈরির উদ্দেশ্যে ‘অ্যাক্সিস ফটোনিক’ ও ‘ফিউ-সাইকেল’ নামের দুটি কোম্পানির সঙ্গে এরইমধ্যে কাজ করছে গবেষণা দলটি। সূত্র: বিডিনিউজ২৪,সায়েন্স ডেইলি।

সংবাদটি পঠিত হয়েছে: ৪৬৫ বার

এ সম্পর্কিত আরও খবর